বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি যোগের কিছু না কিছু মাহাত্ম্য রয়েছে। এই যোগের প্রভাব ১২ রাশিতে পড়ে। এরই মধ্যে নবগ্রহের সমাহার বেশ গুরুত্বপূর্ণ। বৈদিক জ্যোতিষ গণনা বলছে, অগস্ট ২০২৫র শেষ থেকেই রয়েছে নবপঞ্চম যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। কারা কারা লাকি হবেন, তা দেখে নিন। মূলত যম আর অরুণের বিশেষ অবস্থানের জেরেই এই বিশেষ নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে বলে গণনার ফল। ফলত সেপ্টেম্বরে দুর্গাপুজোর মাস শুরুর আগেই সৌভাগ্য পাবেন একাধিক রাশির জাতক জাতিকারা।
বৃষ
প্রতিটি কাজেই ভাগ্যের সহযোগিতা পাবেন। তারফলে বহু দিন ধরে আটকে থাকা কাজ এবার সফল হবে। কোনও বাধা আসলে তা কেটে যাবে। এরই সঙ্গে ধনধান্যে বৃদ্ধি হবে। ফলে তা প্রভাব ফেলবে ভাগ্যে। আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি হতে পারে। সামাজিক প্রতিষ্ঠা বাড়তে পারে। কোথাও যাত্রা করতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
কন্যা
যম আর অরুণের অবস্থানের ফলে আপনার ভাগ্যে ভালো প্রভাব পড়বে। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। আপনার জীবনে আসবে মানসিক শান্তি। চাকরিরতদের জন্য এই সময়কাল নতুন কোনও সুযোগ সুবিধা আনবে। পদোন্নতির যোগ তৈরি হবে। কোনও ইতিবাচক ভাবনা আসবে। নেতিবাচক ভাবনা দূরে চলে যাবে। হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। লগ্নির জন্য ভালো সময়। কোনও ভালো আর্থিক পরামর্শ পেতে পারেন।
( Budh Gochar Astrology: অগস্টের শেষ লগ্নে বুধের গোচর! দুর্গাপুজোর আগেই ভাগ্য ফিরছে ৩ রাশির)
( Weekly Horoscope: ৩১ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে কার ভাগ্যে কী রয়েছে? দেখুন সাপ্তাহিক রাশিফল)
বৃশ্চিক
আপনার ব্যক্তিত্বে বিশেষ আভা আসতে পারে। আত্মবিশ্বাসে হু হু করে বৃদ্ধি হতে পারে। আপনার কথা আর কাজে অনেকেই প্রভাবিত হতে পারেন। আপনার ভাবমূর্তি আগের থেকে ভালোর দিকে যেতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। খুশি আনন্দ আপনার জীবনে দেখা দিতে পারে। পরিবারে পরিবেশ ভালোর দিকে থাকবে। সমাজে মান সম্মান বাড়বে। নতুন নতুন বন্ধু তৈরি হবে।
( তথ্য কৃতজ্ঞতা 'জনসত্তা'। এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)