ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর আগে একটা মাসও বাকি নেই। আর এই পুজোর আমেজের মাঝেই অভিনব এক পার্টি হতে চলেছে শহরে। মহিলারা উদযাপন করবেন এক বিরাট আনন্দ সন্ধ্যা। জানেন কে কে থাকছে সেখানে?
আরও পড়ুন: ‘ডন ৩’-এ অমিতাভ-শাহরুখের ক্যামিও? রণবীরের সিনেমায় আর কী কী চমক থাকবে? দেখে নিন
দুর্গাপুজোর প্রস্তুতি জোর কদমে চলছে তার মাঝেই উৎসবের উত্তেজনার পারদকে আরও একটু বাড়িয়ে দিয়েছে সিক্রেট টেম্পটেশনের সিক্রেট পার্টি ২.০। এটি আগামী ৫ সেপ্টেম্বর কলকাতার জে ডব্লিউ ম্যারিয়টে আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী অবনীত কৌর উপস্থিত থাকবেন। তাছাড়াও পূজা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার-সহ আরও অনেকে হাজির হবেন।
আরও পড়ুন: রণবীরের 'রামায়ণ'-এ মন্থরার ভূমিকায় শিবা! 'জানতাম না…’, ছবি প্রসঙ্গে অভিনেত্রী
তাছাড়াও এদিনের সন্ধ্যায় নানা রকমের মজাদার সব অ্যাক্টিভিটিজের আয়োজন করা হয়েছে। ডিজিটাল QR টাচপয়েন্ট, সারপ্রাইজ সেলিব্রিটিদের সাউথ-আউট ইত্যাদি রয়েছে। পাশাপাশি এদিনের সন্ধ্যা মাতাবেন এক খ্যাত নামা মহিলা ডিজে। এই পার্টির থিম ল্যাভেন্ডার। সব মিলিয়ে পুজোর আগেই বিরাট উদযাপন।