দেবতনু ও ঋতু পাইন এবার জুটিতে! ছোট পর্দার 'ঘটক দিদি' ঋতু এবার জুটি বাঁধলেন দেবতনুর সঙ্গে। আসছে তাঁদের নতুন মিউজিক ভিডিয়ো। বাংলার অন্যতম বড় বাজেটের মিউজিক ভিডিয়োয় জুটি বাঁধলেন তাঁরা।
আরও পড়ুন: সে আসছে... পত্রলেখার গর্ভাবস্থার কথা জানিয়ে সমাজমাধ্যমে পোষ্ট রাজকুমারের
এই মিউজিক ভিডিয়োয় একটা মিষ্টি প্রেমের গল্প ফুটে উঠেছে। কালের নিয়মে পরিস্থিতি বদলায়, মুখ বদলায়। বদল-হীন থেকে যায় শুধু ভালোবাসা। অভিষেক চৌধুরী পরিচালিত এই মিউজিক ভিডিয়ো ‘ভালোবাসি’ এমনই এক প্রেমের গল্প বলে। গল্পের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবতনু ও ঋতু পাইন। মিউজিক ভিডিয়োটির সঙ্গীত প্রযোজনা করেছেন দ্বৈপায়ন।
ইউটিউব চ্যানেল 'AC Flims' -এ এই মিউজিক ভিডিয়োটি অগস্টের প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলছে। আলিপুর দুয়ারের মনোরম পার্বত্য দৃশ্যে মোড়া এই প্রেমের গান আবার নতুন করে ভালোবাসায় প্রাণের সঞ্চার ঘটাবে বলে জানিয়েছেন অভিষেক।

আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
কাজের সূত্রে, এর আগে দেবতনুকে একাধিক মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছে। তাছাড়াও ডক্টর বক্সী, অপরাজিতা, শুভ বিবাহ ছবিতে নায়ককে দেখেছেন দর্শকরা। এছাড়াও সম্প্রতি তাঁর সিরিজ ‘জয়সলমির জমজমাট' ক্লিকে মুক্তি পেয়েছে। অন্যদিকে, ঋতুকে এর আগে মালাবদল ধারাবাহিকে 'ঘটক দিদি' দিতিপ্রিয়ার ভূমিকায় দেখেছেন দর্শকরা। তাছাড়াও নায়িকা খুব অল্প সময়ের জন্য অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছিলেন দর্শকরা।