রজতাভ দত্তর নতুন ছবি আসছে। চলতি বছরের ১ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক স্বরূপ পালের পরিচালিত এই ছবি ‘সেলাই’। এই ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। আবেগ, অন্তর্দ্বন্দ্ব এবং আন্তঃসম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনই এই ছবির মূল উপজীব্য।
আরও পড়ুন: কিয়ারা নয়, মেয়ের জন্মের পর কোন প্রিয়জনের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন সিদ্ধার্থ?
‘সেলাই’-এর গল্প
গল্পে ‘সেলাই’ শুধুমাত্র ছেঁড়া কাপড়কে জোড়া দেওয়ার প্রক্রিয়া নয়, বরং একাধিক জটিল সম্পর্ক, বন্ধুত্ব ও আবেগকে একই সুতোর বাঁধনে বেঁধে রাখার প্রচেষ্টা। এই ছবি এমন কিছু মানুষের গল্প বলবে যারা পরস্পরের জীবনে জড়িয়ে পড়েন নিজেদের অজান্তেই, কখনও বন্ধুত্বে, কখনও ভালোবাসায়, আবার কখনও ভাঙনের শূন্যতায়।
'সেলাই' শুধুমাত্র এক প্রেমের গল্প নয়, এটা একাধিক সম্পর্কের জট খুলে তাদের পুনর্গঠনের অনুপম চিত্রায়নও বটে। যেখানে প্রত্যেকটি চরিত্র নিজের মতো করে খুঁজে ফেরে সংযোগের শেষ সুতোটা।
আরও পড়ুন: রবিবারেও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! ১০ দিনে মোট কত আয় করল মোহিত সুরির ছবি?
এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সমুদ্র সিংহ। ছবির চিত্রগ্রহণ করেছেন সৈকত বালা। আবহ সঙ্গীতে রয়েছেন সৌমাল্য সিংহ। সম্পাদনার দায়িত্ব রয়েছেন প্রণয় দাশগুপ্ত। সহকারী পরিচালক এবং সৃজনশীল প্রযোজক হিসেবে কাজ করেছেন তীর্থঙ্কর রায়।
‘সেলাই’ ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক নতুন মুখ, তাছাড়াও অভিজ্ঞ শিল্পীরাও রয়েছেন। এই ছবিতে রজতাভ দত্ত তো আছেনই। তাছাড়াও রয়েছেন দেবাশীষ সেন শর্মা, অ্যাঞ্জেলা গোস্বামী, চিত্রাঙ্গদা সমাজদ্বার, সাগ্নিক কোলে, প্রীতি কে, ময়ূখ ভট্টাচার্য, কাব্য কাশ্যপ, সুমনা দাস, সুমন গাইন ও শুভদীপ ঘোষ।