অবসরের আগেই তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হয়েছে বলিউডে। ১০ বছর পর কি নিজেই অভিনয়ের দুনিয়ায় পা রাখছেন এমএস ধোনি? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নয়া অবতার দেখে থ নেটপাড়া। দ্য চেজ শিরোনামের একটি নতুন টিজার সামনে এসেছে, সেখানে বলিউড অভিনেতা আর মাধবনের সাথে কিংবদন্তি ক্রিকেটারের দেখা মিলেছে।যা বলিউডে ধোনির সম্ভাব্য অভিষেক নিয়ে জল্পনা উস্কে দিয়েছে। অ্যাকশন-প্যাকড ক্লিপটিতে দুই তারকাকেই টাস্ক ফোর্স অফিসার হিসাবে দেখা যাচ্ছে।
অ্যাকশন ভরপুর এই টিজারে বন্দুক হাতে গুলিবর্ষণে মত্ত ধোনি।তাঁর পরনে টাস্ক ফোর্সের কালো ইউনিফর্ম, গাঢ় সানগ্লাস। কোন ঝুঁকিপূর্ণ মিশনের অংশ তাঁরা? কী এই চেজ? সেই নিয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
আর মাধবন টিজার শেয়ার করে লিখেছেন,'ওয়ান মিশন, টু ফাইটার্স, বাকল আপ, আ ওয়াইল্ড, এক্সপ্লোসিভ চেজ বিগিনস। দ্য চেজ - টিজার এখন প্রকাশিত। ভাসান বালা পরিচালিত। শীঘ্রই আসছে।' হ্যাঁ, মাধবন ও ধোনিকে পরিচালনা করেছেন ভাসান বালা। সুতরাং বড় ধামাকা হতে চলেছে ইঙ্গিত এমনই। এটা ছবি, ওয়েব সিরিজ নাকি কোনও বিজ্ঞাপনী প্রচার? সবটাই ধোঁয়াশা।
তবে ধোনিকে পর্দায় এহেন অবতারে দেখে রোমাঞ্চিত ভক্তরা। ধোনি এর আগে বহু বিজ্ঞাপনে অভিনয় করেছেন এবং একটি তামিল ছবিতে ক্যামিও চরিত্রও করেছেন, তবে লিড রোলে মাহিকে দেখার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় উচ্ছ্বসিত ভক্তরা।
ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তবে আইপিএলে থালার জনপ্রিয়তা আজও সমান। তিনি সর্বশেষ ২০২৫ সালের মে মাসে গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচ খেলেছিলেন। সিএসকে তাঁকে গত মরসুমে ৪ কোটি টাকা দিয়ে আনক্যাপড খেলোয়াড় হিসাবে ধরে রেখেছিল।
এদিকে, ফাতিমা সানা শেখের সাথে নেটফ্লিক্স ছবি আপ জাইসা কোই-তে সর্বশেষ দেখা গিয়েছিল আর মাধবন। ম্যাডি বর্তমানে ধুরন্দরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেখানে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালও অভিনয় করেছেন। ছবিটি ৫ই ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।