চলতি বছর গণেশ চতুর্থী উদযাপনের সময় বান্ধবীর অনুরোধেও গণপতি বাপ্পা মোরিয়া না বলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল আলি গনিকে। সমাজ মাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়তেই মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি, এই খবর প্রকাশ্যে এনে ট্রোলারদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন আলি।
সমাজমাধ্যমে এসে আলি বলেন, ‘আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে অবিরাম। ইমেলের মাধ্যমে একাধিক বার্তা দেওয়া হচ্ছে আমাকে। লোকেরা টুইট করছে, আমার বিরুদ্ধে এফআইআর করতে চাইছে। কিন্তু আমি কি খুব ভুল করেছি? অনেক হিন্দু আছেন যারা গণেশ ঠাকুরকে মানেন না, তারা কি হিন্দু নয়?’
ট্রোলারদের সতর্ক করে তিনি বলেন, ‘যারা জেসমিন কে হুমকি দিচ্ছে বা অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছেন, তাদেরকে কিন্তু আমি ছেড়ে কথা বলব না। যদি সাহস থাকে তাহলে সামনে এসে বলুক। আমি ওদের ঘাড় কেটে দেব। কেউ যদি আমার মা বোন বা জেসমিনকে নিয়ে খারাপ কিছু বলে, তাহলে আমি তা সহ্য করব না।’
এর আগেও এই প্রসঙ্গে আলি বলেছিলেন, তিনি একটি অন্য ধর্মের মানুষ এবং তার ধর্ম নামাজ পড়ার বাইরে অন্য কারও আরাধনা করার অনুমতি দেয় না। এতে অন্যায়ের কিছু নেই।
ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে
চলতি সপ্তাহের শুরুতে ক্রুষা অভিষেক এবং কাশ্মীরার বাড়িতে গণপতি পুজোয় আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন জেসমিন এবং আলি। সেখানে সকলেই মন্ত্র উচ্চারণ করলেও আলি করেন না। এমনকি জেসমিন অনুরোধ করলেও তিনি বলেন না। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এবং কটাক্ষের শিকার হন আলি।
উল্লেখ্য, আলিকে সম্প্রতি রিয়েলিটি কুকিং শো ‘লাফটার শেফস সিজন ২’-তে দেখা গিয়েছে। হরপাল সিং সোধি এবং ভারতী সিং দ্বারা উপস্থাপিত এই অনুষ্ঠানটি এই বছরের জুলাই মাসে শেষ হয়। বিজয়ী হন এলভিশ যাদব এবং করণ কুন্দ্রা। রানার-আপ হন আলি এবং তার সঙ্গী রিম শেখ।