বুড়ি হয়ে যাচ্ছেন, সাদা চুল দেখা যাচ্ছে, এই সমস্ত কথা মাঝেমধ্যেই শুনতে হয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও প্রত্যেকটি ট্রোলকে তিনি উপভোগ করেন এবং প্রয়োজনে উপযুক্ত শিক্ষাও দেন। গতকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছিলেন, ‘আমি ৪৪ বছর বয়সেও ভীষণ হট। জেঠু মার্কা কিছু লোকজন এসে আমাকে বলে, আমার বয়স হয়ে গিয়েছে। আরে মশাই, যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও তো নির্লজ্জই থাকবে। মহা ঝামেলা তো।’
নায়িকা আরও লেখেন, ‘কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমায় জোকার বলল। আমি আজকাল এদের ট্রোলার বলে সম্মান দিতে চাইনা। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায়না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।'
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
এবার আবার অন্য এক সোশ্যাল মিডিয়া ইউজারকে উপযুক্ত জবাব দিলেন স্বস্তিকা। স্বস্তিকার একটি ছবিতে ধর্মেন্দ্র মন্ডল নামে জনৈক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ‘অনেক বয়স হয়ে গিয়েছে, এবারে অন্তত ভগবানের সংকীর্তন করো, ভগবানকে কৈফিয়ত দিতে মুশকিল হয়ে যাবে, তিনি সবই দেখতে পাচ্ছেন, ভালো কাজ,খারাপ কাজ, একটু ভালো কাজ করে যান, দেখবেন শান্তি পাবেন।’
জনৈক ওই ব্যক্তির কমেন্টের জবাবে একটি পোস্ট করেন অভিনেত্রী। স্বস্তিকা লেখেন, ‘এই যে ধর্মেন্দ্র বাবু। আমায় অলরেডি কেওড়াতলা পাঠিয়ে দিয়েছেন। মানে আমি অন দা ওয়ে। রাসবিহারীতে আটকে আছি। আর বেশি সময় নেই। ৪০ হয়ে গিয়েছে মানেই তো মহিলাদের ডাক এসে গিয়েছে ওপার থেকে। কিন্তু দেখুন ওনার খাতায় আমার অলরেডি টাইম, কিন্তু এই শেষের সময়ও আমি কিসের শান্তি পাব সেটা এই ধর্মেন্দ্র বাবু ডিসাইড করে দেবেন।’
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
স্বস্তিকা লেখেন, ‘ওনার সঙ্গে ভগবানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভগবানই ওনাকে পাঠিয়েছেন। ভাই লোগ কাল যদি পটকে যাই এনাকে ধরবেন। ইনি আমার মৃত্যুর জন্য ভগবানের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। (হাসির ইমোজি)।’ স্বস্তিকার কমেন্ট বক্সে অনুরাগীরা কমেন্ট করে জানিয়েছেন, সত্যি এই সমস্ত কমেন্ট হলো এন্টারটেইনমেন্ট। মজা লাগে দেখতে।