বলিউডের কিং খানের পুত্র তিনি। শাহরুখ-গৌরী পুত্র সুদর্শনও কম নন। তবে বাবার পথে হাঁটেননি আরিয়ান খান। অভিনয় নন, পরিচালক হিসাবে বলিউডে তাঁর ওপেনিং ইনিংস। বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এল আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর ট্রেলার।
তারকা পুত্র আরিয়ান তাঁর প্রথম সিরিজের বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছেন আউটসাইডার হিরোর লড়াইকে। হ্যাঁ, স্টার-পাওয়ারের চাকচিক্যের আলোয় কতটা কঠিন হয় শোবিজ দুনিয়ার বাইরের মানুষগুলোর লড়াই? সেই নিয়েই এই সিরিজ। যার কেন্দ্রে রয়েছেন আসমান সিং। তবে সবকিছুকে ছাপিয়ে আরিয়ানের ট্রেলারে নজরকাড়া শাহরুখ খানের ক্যামিও।
সাত-পর্বের এই সিরিজের ঝলকে শাহরুখের পাশাপাশি আমির খান, করণ জোহরদের উজ্জ্বল উপস্থিতি চোখে পড়েছে। সলমন খানেরও ক্যামিও থাকবে এই সিরিজে। ছেলের সিরিজ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
আসমান সিং (লক্ষ্য)-কে ঘিরে এগোয় এই সিরিজ। যিনি বলিপাড়ার অত্যন্ত প্রতিভাবান নবাগত। তাঁর ছায়াসঙ্গী তথা বিশ্বস্ত সেরা বন্ধু পারভেজের চরিত্রে রয়েছে রাঘব জুয়াল, আসমানের ম্যানেজার সানিয়ার ভূমিকায় আনিয়া সিং। থাকছেন মনোজ পাহওয়া, মোনা সিং এবং বিজয়ন্ত কোহলিও। আসমান বলিউডে পা রাখে। তিনি শীঘ্রই আবিষ্কার করেন প্রত্যেক স্বপ্নের একটি মূল্য আছে।
আসমান তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন, যখন সুপারস্টার অজয় তালওয়ার (ববি দেওল)-এর মেয়ে করিশ্মা (সাহের বাম্বা)-কে তাঁর বিপরীতে কাস্ট করা হয়। মেয়ের স্বপ্নের লঞ্চ যেমন হওয়া উচিত, তেমনটা না ঘটায় বেঁকে বসেন অজয় তালওয়ার। এরপরই আচমকা আসমানের আন্ডারওয়ার্ল্ড যোগ নিয়ে পড়ে যায় হইচই। তাঁকে এক কথায় ফাঁসিয়ে দেন অজয় তালওয়ার। কিন্তু আসমান ঝুকেগা নেহি! কীভাবে সব পরিস্থিতির মোকাবিলা করবে সে? তাই উঠে আসবে এই সিরিজে।
ট্রেলারের একটি দৃশ্যে আমির খান ও রাজামৌলির কথোপকথন উঠে আসে। আসমানকে ডেকে আমির ইডলি সাম্বার আর বড়া পাও-এর মধ্যে একটিকে বেছে নেওয়ার কথা বলেন। হাসিমুখে আসমান বড়া পাও বাছলে বিরক্ত হন আমির।
রণবীর সিং, সারা আলি খান, এসএস রাজামৌলি, বাদশা, দিশা পাটানি এবং আরও অনেক তারকার ক্যামিও থাকবে এই সিরিজে। তবে সবকিছুর থেকে স্পেশ্যাল শাহরুখের উপস্থিতি। ট্রেলারের একদম শেষলগ্নে আসমানের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছান শাহরুখ। কিন্তু তাঁর কাকা মনোজ পাহওয়া শাহরুখকে ব়্যাপার বাদশা ভেবে বসেন এবং সরাসরি জানিয়ে দেন বাদশার সঙ্গে দেখা করবে না আসমান।
আগামী ১৮ই সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ।