সন্দীপ্তা সেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় একজন নায়িকা। মেগা দিয়ে হাতেখড়ি হলেও বর্তমানে সিরিজ থেকে সিনেমা সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। তবে শোনা গিয়েছিল তিনি নাকি বলিউডে পা রাখতে চলেছেন। কিছুদিন আগেই প্রকাশ্যে আসে নায়িকার প্রথম হিন্দি ধারাবাহিকের প্রোমো। সোমবার থেকে এটি শুরু হতে চলেছে।
আরও পড়ুন: খালি গায়ে উষ্ণতা ছড়ালেন রোহিত, 'আগে শার্টলেস ছবি দিতে লজ্জা পেতাম…', বললেন নায়ক
শোনা গিয়েছিল এই ধারাবাহিকের গল্প হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি জনপ্রিয় সিরিজ অদিতি রায়ের পরিচালিত গল্প 'নষ্টনীড়'-এর উপর ভিত্তি করে। এই ধারাবাহিকের নাম 'সম্পূর্ণা'। তবে এই মেগার সঙ্গে নায়িকার শুরুর কাজ 'দুর্গা'-এর এক বড় যোগ রয়েছে। এবার সমাজ মাধ্যমের পাতায় সেই কথা ভাগ করে নিলেন নায়িকা।
তিনি 'দুর্গা' ও 'সম্পূর্ণা' পোস্টারের ছবি ভাগ করে লেখেন, ‘২০০৮ সালে ‘দুর্গা’ ধারাবাহিকের মাধ্যমে আমি বিনোদন জগতে আমার যাত্রা শুরু করি। আমার মেগা ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল। ঠিক সেই দিনেই স্টার জলসারও জন্ম হয়েছিল। সেই দিনটা কেবল আমার কেরিয়ারের সূচনাই করেনি, বরং দর্শকদের সঙ্গে একটা সুন্দর বন্ধনের সূচনাও করেছিল যারা আমাকে এত ভালোবাসা ভরিয়ে দিয়েছিল। এই পথ চলায় অনেককে পাশে পেয়েছিলাম।'
আরও পড়ুন: অনন্যার প্রথম বাড়ি সাজিয়ে দেন গৌরি! ‘তোমার থেকে ভালো…’, যা বললেন নায়িকা
তিনি আরও লেখেন, ‘১৮ বছর ধরে অসংখ্য টিভি শো, ওয়েব সিরিজ এবং ছবিতে কাজ করার পর, জীবন আমাকে আরও একটি বিশেষ মাইলফলকে নিয়ে এসেছে। ৮ সেপ্টেম্বর, আমার নতুন শো 'সম্পূর্ণা' স্টার প্লাস এবং হটস্টারে প্রিমিয়ার হবে। এর মাধ্যমেই হিন্দি টেলিভিশনে আমার আত্মপ্রকাশ ঘটতে চলেছে। তারিখ, সংযোগ এবং সময়কাল মহাজাগতিকতার চেয়ে কম মনে হয় না, যেন মহাবিশ্ব আমার যাত্রাকে সুন্দরভাবে সাজিয়েছে। আরও বিশেষ বিষয় হল, এই কাজটা প্রযোজনা করছে SVF এন্টারটেইনমেন্ট। এই একই প্রযোজনা সংস্থার সঙ্গেই আমার পথ চলা শুরু হয়েছিল এত বছর আগে।'
নায়িকা আরও লেখেন, ‘মিট্টি চরিত্রটা আমাকে উপহার দেওয়ার জন্য আমি SVF, অদিতি দিদি এবং স্টার প্লাসের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ। এই চরিত্রটা বিশেষ ভাবে অর্থবহ কারণ এটা অদিতি রায়ের পরিচালিত বাংলা ওয়েব সিরিজ 'নষ্টনীড়’-এর সংস্করণ। এই চরিত্রে অভিনয় করা জীবনের পূর্ণ বৃত্তে প্রবেশের মতো। আমি অসীম কৃতজ্ঞতা এবং আশা নিয়ে তা করছি। আমার বাঙালি দর্শকরা বছরের পর বছর ধরে যেমন আমাকে সব সময় ভালোবাসা দিয়ে এসেছেন, এখন আমি সারা দেশের দর্শকদের কাছ থেকে একই স্নেহ, আশীর্বাদ এবং উৎসাহ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার পুরো টিম এবং সহ-অভিনেতাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা, যারা এই যাত্রাকে এত সমৃদ্ধ এবং আনন্দময় করে তুলেছেন। তাঁদের সমর্থন, উষ্ণতা এবং সহযোগিতা সত্যিই এই কাজটাকে আরও প্রানবন্ত করে তুলেছে।