ছোট পর্দার সুপরিচিত অভিনেতা সৌরভ চক্রবর্তী। সম্প্রতি সৌরভকে অভিনয় করতে দেখা যাচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে শুভস্মিতা মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকের মাঝেই কাব্যিক আঙ্গিকে নিজেকে মেলে ধরলেন তিনি।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সৌরভ লেখেন,'আমার শরীরে হয়তো কিছু উদ্ভিদ বাস করে, শব্দের শেষে হসন্ত খোঁজে বসন্তকাল ধরে। তারা জানে, কতটা জোরালো ভালোবাসার এই নেশা। মজুরিবিহীন হৃদয় খাটে, সেটাই কি তার পেশা? কুয়াশার মতো মায়ারা সেখানে হাতেহাত রেখে মেশে। আমার শরীর বেঁচে থাকে সেই সালোকসংশ্লেষে।'
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
সবকটি লাইন সাহিত্যের আকারে তুলে ধরলেও অভিনেতা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হল সব সময় কাজের মধ্যে থাকলেও জীবনে ঠিক ভালোবাসা খুঁজে নিয়েছেন তিনি। হৃদয় যে প্রতিনিয়ত পরিশ্রম করে তাঁকে বাঁচিয়ে রাখে, হয়তো তার পারিশ্রমিক তিনি দিতে পারবেন না, কিন্তু অভিনেতার প্রশ্ন, সত্যিই কি এটা হৃদয়ের পেশা নাকি মানুষকে বাঁচিয়ে রাখার ভালোবাসা মাত্র।
মৃত্যু অবসম্ভাবী জেনেও প্রতিনিয়ত মানুষ জড়িয়ে থাকে মায়ায়। এই মায়ার জালেই জড়িয়ে বাঁচতে চায় শরীর। এক কথায় মানুষও কিন্তু উদ্ভিদের মতোই সালোকসংশ্লেষে বাঁচে। উদ্ভিদের মতোই ভালোবাসা মায়ায় জড়িয়ে রাখে সকলকে। মৃত্যুর সত্যি জেনেও সারা জীবন শুধু সকলকে বুকে আঁকড়ে ধরে রাখতে চায়। এইভাবেই সাহিত্যিক ভঙ্গিতে নিজের মনের কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
‘শব্দজব্দ’, ‘চরিত্রহীন’, ‘শ্বেতকালি’, ‘হ্যালো’, ‘মেম বউ’, ‘মোহর’, ‘শেষ থেকে শুরু’, ‘টোটাল দাদাগিরি’, ‘গোয়েন্দা গিন্নি’ সহ বহু ওয়েব সিরিজ, ধারাবাহিক ও বড় পর্দায় অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে বিয়ে করেছিলেন মধুমিতা সরকারকে। দুর্ভাগ্যবশত ২০১৯ সালে দুজনের রাস্তা আলাদা হয়ে যায়।
সম্প্রতি মধুমিতা নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনলেও সৌরভ আপাতত নিজেকে ‘সিঙ্গল’ বলেই দাবি করেন। মধুমিতা তাঁর বহুদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই স্টার জলসায় আসছে মধুমিতার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’। এই সিরিয়ালে নীলের বিপরীতে অভিনয় করবেন তিনি।