পূর্ব জেরুজালেমে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। যাত্রীবাহী বাসে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন বহু মানুষ। এমনটাই জানিয়েছে ইজরায়েলের জরুরি পরিষেবা।একইসঙ্গে পুলিশ জানিয়েছে, দুই জঙ্গিকেই নিকেশ করা হয়েছে।
আরও পড়ুন-স্প্যানিশ তারকার জয়ে 'নাখুশ!' ইউএস ওপেনের ফাইনালে ভাইরাল ট্রাম্পের বেজার মুখে
জানা গিয়েছে, সোমবার জেরুজালেমের ইগাল ইয়াদিন স্ট্রিটের রামোট জংশনে ঘটেছে জঙ্গি হামলা। আচমকা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।পরে হামলায় জড়িত দুজনকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।এমডিএ প্যারামেডিক নাদাভ তাইব বলেন, 'আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েই সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। আমরা যখন পৌঁছাই, তখন আমরা রাস্তায়, চারপাশে এবং বাসস্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি। প্রচুর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং মেঝেতে ভাঙা কাঁচ ছিল। আমরা আহতদের চিকিৎসা প্রদান শুরু করে হাসপাতালে স্থানান্তর করেছি।'
আরও পড়ুন-স্প্যানিশ তারকার জয়ে 'নাখুশ!' ইউএস ওপেনের ফাইনালে ভাইরাল ট্রাম্পের বেজার মুখে
ইজরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং জঙ্গিদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চলছে। ইজরায়েলের জরুরি পরিষেবা এবং মেডিক্যাল টিমের পক্ষ থেকে সংবাদসংস্থা এএফপি-কে জানানো হয়েছে, হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। হামলাকারীদের মধ্যে একজনের বয়স ৫০ বছরের আশেপাশে এবং বাকি তিনজনের বয়স ৩০-এর কোঠায়।ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, জেরুজালেম শহরের একটি মোড়ের মাথায় সকালের ব্যস্ত সময়ে বাস থেকে নেমে প্রাণভয়ে ছুটে পালাচ্ছেন যাত্রীরা। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলাকারীরা যে ধরনের বন্দুক ব্যবহার করেছে, অতীতে ইজরায়েলের মাটিতে প্যালেস্টাইনের একাধিক হামলায় এই একই ধরনের সাবমেশিন গান ব্যবহার করা হয়। এই জঙ্গি হামলার পিছনে কারা রয়েছে অথবা হামলার নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্ৎজ হামাসকে সব পণবন্দিদের মুক্ত করার হুঁশিয়ারি দেওয়ার পর পরই এই হামলার ঘটনা ঘটল।