সাংঘাতিক কাণ্ড! যোগীরাজ্যে শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের শিকার বিজেপি সাংসদেরই বোন। ইতিমধ্যে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের এটাহ জেলায় রাণী অবন্তীবাই নগরে।
আরও পড়ুন-লালকেল্লায় ঐতিহাসিক চুরি! উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ছদ্মবেশী জৈন পুরোহিত
পুলিশ সূত্রের খবর, উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোন রিনা সিং পুলিশের কাছে তাঁর শ্বশুর লক্ষ্মণ সিং, দেওর রাজেশ এবং গিরিশের বিরুদ্ধে নির্যাতন, খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে বিজেপি সাংসদের বোনের উপরে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের চড়াও হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।ভিডিওটিতে দেখা যাচ্ছে, নির্যাতিতা মহিলার শ্বশুর প্রকাশ্যেই তাঁকে লাঠি দিয়ে বারবার মারছেন। বিজেপি সাংসদের বোনের অভিযোগ, রবিবার তিনি বাথরুমে স্নান করছিলেন। সেই সময় তাঁর দুই দেওর রাজেশ এবং গিরিশ জানলা দিয়ে সেই ভিডিও মোবাইলে রেকর্ড করার চেষ্টা করেন। দুই দেওরের এই কুকীর্তি দেখতে পেয়েই আপত্তি জানান রিনা। তখনই দু'জন মিলে তাঁকে গালিগালাজ এবং মারধর করেন বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদের বোন।
আরও পড়ুন-লালকেল্লায় ঐতিহাসিক চুরি! উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার ছদ্মবেশী জৈন পুরোহিত
রিনার আরও অভিযোগ, তাঁর শ্বশুর বন্দুক বের করে তাঁকে গুলি করে খুন করার হুমকি দেন।শুধু তাই নয়, দুই দেওর তাঁকে লোহার রড এবং ছুরি দিয়ে আঘাত করে তাঁকে। অভিযোগে রিনা দাবি করেছেন, তাঁর দুটি কন্যাসন্তান হয়েছে।সেই রাগেই দীর্ঘদিন ধরে তাঁর উপরে এই অত্যাচার চলছে। এমনকী আশেপাশের কেউ তাঁকে কখনও সাহায্য করতে আসেনি। রিনা অভিযোগপত্রে লিখেছেন, যে কোনও কারণেই হোক ওরা আমাকে সরিয়ে দিতে চায়।বিজেপি সাংসদের বোনের অভিযোগ, এখনও তাঁকে হুমকি দিচ্ছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। একজন সিনিয়র পুলিশ কর্তা চমন গোস্বামী বলেছেন, 'রিনা সিংয়ের অভিযোগের ভিত্তিতে লক্ষ্মণ সিং, রাজেশ এবং গিরিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুব শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।' অন্যদিকে, পুলিশের কাছে নিরাপত্তারও দাবি জানিয়েছেন বিজেপি সাংসদের বোন।