২০২৩-এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ডানকি। তারপর থেকে ফের অপেক্ষা শুরু করেছে কিং খান ভক্তরা। বলিউড সুপারস্টার শাহরুখ খানের পরবর্তী ছবি 'কিং' নিয়ে ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। আগামী বছর পর্দায় আসবে কিং, এই ছবির সবচেয়ে বড় পাওনা শাহরুখ-সুহানাকে একসঙ্গে দেখার সুযোগ।
হ্যাঁ, শাহরুখের এই ছবি দিয়েই বিগ স্ক্রিনে ডেবিউ হবে সুহানা খানের। ছবিটি সম্পর্কিত বেশিরভাগ বিবরণ এখনও গোপন রাখা হয়েছে, যদিও অতীতে কিং ছবিতে শাহরুখ খানের লুক ইন্টারনেটে ফাঁস হয়েছিল। দু-দিন আগেই শাহরুখের টিমের তরফে অনুরোধ করা হয়, ছবির সেট থেকে কোনওরকম ছবি ফাঁস না করার। কিন্তু কাজে এল না অনুরোধ। শাহরুখ খানের পর এবার মেয়ে সুহানা খানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে।
'কিং' ছবিতে সুহানা খানের ফাঁস হওয়া ফার্স্ট লুক ঘিরে রীতমতো শোরগোল ! প্রথম ছবিতে, যেখানে শুটিং ক্রুকে একটি পুরানো ম্যাকডোনাল্ডস স্টোরের সামনে দেখা যায়, বহুদূর থেকে জুম করে তোলা সেই ছবিতে একটি মেয়েকে ডেনিম এবং সাদা জ্যাকেটে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চুল একপাশে বেঁধে রেখেছেন তিনি। এই মেয়েটি সুহানা খান, মুখ খুব বেশি স্পষ্ট না হলেও 'কিং ছবিতে' এমনই লুকে দেখা যাবে সুহানা খানকে। ছবিটি পোস্ট করে ফ্যান পেজ লেখেন, ‘কিং-এর সেটে সুহানা খান’। অন্য একটি পোস্টে, একটি কালো গাড়ির কাছে সবুজ পর্দা এবং ক্যামেরা সহ একটি শুটিং ক্রুকে দেখা যায়। পোল্যান্ডে শাহরুখ খানের 'কিং' ছবির শ্যুটিং চলছে বলে খবর।

কিং নিয়ে সাসপেন্স বজায় রাখতে চান শাহরুখ। সূত্রের খবর, একের পর এক ছবি ফাঁস হওয়ায় বিরক্ত নায়ক। এই মর্মে দুদিন আগে শাহরুখের টিমের তরফে একটা বিবৃতিও জারি করা হয়। তাঁদের আনুষ্ঠানিক বিবৃতিতে লেখা ছিল, 'আমরা সকলকে অনুরোধ করছি শাহরুখের সর্বশেষ লুকের ছবি এবং ভিডিয়ো শেয়ার না করার জন্য। আসুন আমরা ম্যাজিকটা ধরে রাখি। একসঙ্গে একটা বড় কিছুর জন্য অপেক্ষা করি। শাহরুখ এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এটা প্রকাশ না করা পর্যন্ত এই চমকটা আমরা বরং ধরে রাখি। ধন্যবাদ।'
শাহরুখ খানের 'কিং' ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সুজয় ঘোষের লেখা এই গল্প অ্যাকশনে ভরপুর হতে চলেছে। শাহরুখ খান ও সুহানা ছাড়াও দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, জ্যাকি শ্রফ এবং সৌরভ শুক্লাকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে অভিষেক বচ্চনকে ভিলেনের চরিত্রে দেখা যাবে বলে খবর।