বলিউডের নৃত্যশিল্পী সরোজ খান আর এই পৃথিবীতে নেই। কিন্তু একটা সময় ছিল যখন তিনি ইন্ডাস্ট্রিকে একের পর এক নৃত্য উপহার দিয়েছেন। ষাটের দশক থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি সেই যুগের সব প্রথম সারির নায়িকাদের নাচ শেখাতেন, যার মধ্যে মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, শ্রীদেবীও ছিলেন। চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্কও ছিল যথেষ্ট। কিন্তু তার জেদের খবর নিয়েও তিনি চর্চায় থাকতেন। অভিনেত্রী রেখার সঙ্গে তাঁর মনমালিন্যের পাশাপাশি, এমন একজন অভিনেত্রীও ছিলেন যার কারণে তিনি একটি ছবি ছেড়েছিলেন।
আরও পড়ুন: 'বাঘি ৪'-এর কাছে ধরাশায়ী 'দ্য বেঙ্গল ফাইলস'! শাশ্বত-সৌরভদের ছবি তৃতীয় দিনে কত আয় করল?
সরোজ খান তাঁর এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি একজন অভিনেত্রীর কারণে একটি ছবিটি ছেড়ে দিয়েছিলেন। কোরিওগ্রাফারকে ওই অভিনেত্রী নমস্কার বলেননি। সরোজ খান এতে এতটাই রেগে গিয়েছিলেন যে, তিনি ছবিটি ছেড়ে দিয়েছিলেন। এই অভিনেত্রী আর কেউ নন, রবীণা ট্যান্ডন। এই বিষয়ে তিনি তাঁর এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রবীণা ট্যান্ডন, আমি ওঁর উপর খুব রেগে গিয়েছিলাম। ও নমস্কার বলেনি। আর আমি এতটাই রেগে গিয়েছিলাম যে, আমি ছবিটি ছেড়ে দিয়েছিলাম। এরপর আমি ওঁর সঙ্গে আর কাজ করিনি। আমাদের সময়ে, বসতাম না আমরা যতক্ষণ না মাস্টারজি আমাদের বসতে বলতেন।’
আরও পড়ুন: ভাইকে লঞ্চ করেন সুনীল দত্ত, ছবিতে সোমকে ছাপিয়ে যায় ভিলেন! কে ছিলেন সেই খলনায়ক?
তিনি আরও বলেছিলেন, ‘এখন কী হয়, শিক্ষকদের প্রতি কোনও শ্রদ্ধা নেই। তবুও, আমি বলব না যে সবাই সমান নয়। মাধুরী দীক্ষিত আমার খুব প্রিয়। কারণ ও কখনও কাজ থেকে সরে যায় না। ওঁকে যা বলা হয়েছে ও তাই করেছে। ও কখনও বলেনি যে মাস্টার জি, আমার এই হাতটা একটু ব্যথা করছে। আমি কি এটা আর একটু সোজা ভাবে করতে পারি? মাস্টার জি বলেননি যে তোমাকে এত লুক দিতে হবে। তোমাকে শুধু এত লুক দিতে হবে। কেউ তাকে যাই বলুক না কেন। যদি পরিচালক এসে ব্যাখ্যা করেন যে তোমার লুক এখানে না এসে এখানে আসা উচিত, তাহলে তিনি বলবেন, মাস্টার জিকে বলো।’
প্রসঙ্গত, বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করার পর, ২০২০ সালের ২ জুলাই তাঁর মৃত্যুর খবর সবাইকে হতবাক করে দেয়। সেই সময় তার বয়স ছিল ৭১ বছর। সরোজ খান তখন অসুস্থ ছিলেন।