ফের বিদেশের মাটিতে জয়জয়কার বাংলার। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায়। ‘দ্যা সংস অফ ফরগটেন ট্রিজ’ সিনেমায় পরিচালনা করে এই পুরস্কার ছিনিয়ে নিলেন তিনি।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সিনেমার হাত ধরেই অনুপর্নার প্রথম পরিচালনায় আসা। গত ১ সেপ্টেম্বর অনুরাগ কাশ্যপের উপস্থাপনায় ছবিটি প্রকাশিত হয় ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি প্রদর্শিত হয় বিভাগে। এই বিভাগে সাধারণত কোনও নতুন পরিচালকের সিনেমা, স্বাধীন চলচ্চিত্র অথবা কম পরিচিতি সিনেমাকে তুলে ধরা হয় প্রতিযোগিতায়।
আরও পড়ুন: 'শুভ জন্মদিন মা...', কাকে ‘মা’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ?
আরও পড়ুন: 'আমি এখনও হতাশ...', বিদেশে গিয়েও আদিত্যের খোঁজ পেলেন না শ্রীমা!
অনুপর্নার হাতে এই পুরস্কার তুলে দেন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো। সাদা শাড়ি পরে মঞ্চে পুরস্কার নিতে গিয়ে কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়েন পরিচালক। পুরস্কার নিয়ে অনুপর্না বলেন, ‘আমি প্রযোজক অনুরাগ কাশ্যপ এবং সমস্ত টিমকে ধন্যবাদ জানাই। আমার শহর এবং আমার দেশের প্রত্যেককে গর্বিত করতে পেরে আমি সত্যিই ধন্য।’
সংস অফ ফরগটেন ট্রিজ প্রসঙ্গে
এই ছবিটি মূলত দুই মহিলার জীবনের গল্প নিয়ে তৈরি করা হয়েছে যারা মুম্বইতে থাকেন। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নাজ শেখ এবং সুমি বাঘেল। প্রযোজনা করেছেন বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং।
আরও পড়ুন: OTT-র পর এবার বলিউড কাঁপাতে প্রস্তুত বাংলার ঋত্বিক, দেখা যাবে কোন ছবিতে?
আরও পড়ুন: 'ডাকসাইটে সুন্দরী...', কোন সহ-অভিনেত্রীর সঙ্গে পরিচয় করালেন শ্রীলেখা?
ছবিতে থুয়া নামক এক প্রবাসী মেয়ের গল্প দেখানো হয়েছে যে অভিনেত্রী হওয়ার জন্য মুম্বই শহরে আসে। রুপালি পর্দায় নিজেকে মেলে ধরার জন্য সব রকম চেষ্টা করতে থাকে সে। একদিন নিজের ফ্ল্যাট সে ভাড়া দেয় শ্বেতাকে, সেও এক প্রবাসী। একই ঘরে দুই ভিন্ন জগৎ থেকে আসা নারী বসবাস শুরু করলে শুরু হয় একটা অদ্ভুত সখ্যতা। দিনের শেষে একে অপরকে বুঝতে শেখে তারা।
এই সিনেমাটি মূলত নিজেকে চিনে নেওয়ার লড়াই, বেঁচে থাকার লড়াই এবং একটি অদ্ভুত এবং অপ্রত্যাশিত বন্ধুর গল্প। প্রসঙ্গত, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ভুষণ শিম্পি, রবি মান, লাভলী সিং এবং প্রিতম পিলানিয়া।