‘বন্দিশ ব্যান্ডিটস’ সিরিজে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা ঋত্বিক ভৌমিক। এছাড়া ‘খাকি দ্যা বেঙ্গলি চ্যাপ্টার’ ছবিতেও বেশ অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতাকে। কিছুদিনের মধ্যেই রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ ছবিতেও ধরা দেবেন তিনি।
সম্প্রতি শেষ হয়েছে ‘মন মানে না’ ছবির কাজ। এই সিনেমায় অভিনয় করার জন্য ব্যক্তিগতভাবে বাংলা শিখেছিলেন তিনি। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক।
আরও পড়ুন: ভুল বুঝে নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের
‘মন মানে না’ ছবিতে হিয়া চট্টোপাধ্যায় ছাড়াও ছোট পর্দার বেশ কয়েকজন চেনা মুখকে অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। শুরু হয়ে গেছে ডাবিং-এর কাজ। এর মধ্যেই আবার একটি বড় খবর দিলেন ঋত্বিক।
সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে ঋত্বিক লেখেন, ‘এমন অনেক গল্প আছে যেখানে অসম্পূর্ণ ভালোবাসার কথা বলা হয়েছে। এমনও গল্প রয়েছে যেখানে একতরফা ভালোবাসার কথা বলা হয়েছে। এমন গল্প শুনেছেন নিশ্চয়ই যেখানে যেখানে কেউ ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয় কেউ আবার জীবন নিয়ে নেয়।’
‘কিন্তু এমন গল্প হয়তো কখনও শোনেননি যেখানে একজন প্রেমিক নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য জীবন দিয়ে দেয় নিজের ভালোবাসাকে হারায় আবার তাকে খুঁজে পাওয়ার জন্য। এমন একটা গল্প যা কোনওদিন কেউ শোনেনি। অভুতপূর্ব, অভয় এবং প্রভার একটা অসম্ভব সুন্দর প্রেমের গল্প, যা আপনাকে মুগ্ধ করবেই।’
বলিউডে রোমান্টিক কমেডি ঘরানার একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিটির নাম ‘অভূতপূর্ব’। সিনেমায় ৭ জন হিরোর সঙ্গে অভিনয় করবেন তিনি। থাকবেন একজন খ্যাতনামা অভিনেত্রী। যদিও তাঁর নাম এখনও জানা যায়নি।
খ্যাতি মদনের প্রযোজনা সংস্থা নট আউট এন্টারটেইনমেন্ট এবং সুমিত কুমার মিশ্রর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি। চলতি বছরের শেষেই শুরু হয়ে যাবে ছবির কাজ। খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, আগামী দিনে আবারও একবার দর্শকদের মন কাড়ার জন্য প্রস্তুত ঋত্বিক।
আরও পড়ুন: ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন?
প্রসঙ্গত, ‘মন মানে না’ ছবিতে ঋত্বিক এবং হিয়া ছাড়া অভিনয় করবেন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, প্রীতি সরকার, সুদীপা বসু, তিতিক্ষা দাস কোরিওগ্রাফির দায়িত্ব রয়েছে মেখলা বসু, যিনি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি। সিনেমাটোগ্রাফার মধুরা পালিত।