গত ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের আবহে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। কিন্তু ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন প্রযোজক দেব? এক সাক্ষাৎকারে এই প্রশ্নে অভিনেতা জানিয়েছিলেন, শুভশ্রীর মুখের সারল্য হারিয়ে গিয়েছে। 'রূপা' মুখের সারল্য তাঁর মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।
আরও পড়ুন: অসমবয়সী বন্ধুত্বের গল্পে বনি-দর্শনা! ‘কেয়ার অফ এ জার্নি’র ফার্স্ট লুক এল প্রকাশ্যে
দেবের এই মন্তব্য ঘিরে দানা বেঁধে ছিল বিতর্ক। সবটা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। তার মাঝেই দেবের এই কথার জবাবও দিয়েছিলেন শুভশ্রী। অভিনেত্রী এই প্রসঙ্গে মুখ খুলতেই এই আগুনে নতুন করে ঘী পড়েছিল। তারপর দেবও পাল্টা জবাব দেন। সবটা মিলিয়ে সরগরম পরিস্থিতি। তবে এর মাঝে পুরানো নানা সাক্ষাৎকার ও নানা আলোচনা উঠে আসছে। সেই আবহেই দেবের একটি ফ্যান পেজ থেকে দেবের একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: চোখে রাগ, কপালে কাটা দাগ, এলোমেল চুল হঠাৎ এই বেশে কেন ধরা দিলেন শুভশ্রী? কী হল নায়িকার?
সেখানে দেবকে তৎকালীন ইটিভি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, ‘যখন ধূমকেতু নিয়ে ওঁর কাছে গিয়েছিলাম, তখন ২ বছর ধরে ওঁর কিছু কাজ আটকে ছিল। আমি ওঁকে বলেছিলাম যদি তোমার মনে হয় তুমি এই ছবিটা করো। আশাকরি তোমার ভালো লাগবে। ও যেদিন ধূমকেতুর জন্য সই করল তারপর তিন দিনের মধ্যে ওঁর কাছে তিনটে ছবির অফার আসে। সেখানেও রাজনীতি। আমি বুঝতে পারলাম। তারপর ও আমাকে বলল ডেট বদলাতে।'
নায়ক আরও বলেন, 'আমি বললাম, ‘আবার তুমি একই ভুল করছো’। আমি তো তোমার কাছে প্রথম এসেছিলাম এই ছবিটা নিয়ে। ও তখন বলে না ওঁরা বড় বড় হাউজ, বড় বড় ছবি'। আমি বললাম, ‘দেখো আমি তোমার ভালো চাই, তুমি ওটা করে নাও। আবার যখন আমার ছবি হবে তখন তোমার সঙ্গে যোগাযোগ করে নেব।’ আমার মনে হয়েছিল আমি এই ছবিটার জন্য অপেক্ষা করতে পারব না। ধূমকেতু আমার নিজের খুব কাছের একটা ছবি। আমার সব ডেট নেওয়া ছিল, তার মধ্যেই ছাড়তে হবে। কৌশিকদাও ব্যস্ত মানুষ। আমারও অনেকগুলো কমিটমেন্ট রয়েছে। তারপর ও ফেরে, ও ওই ছবিটা ছেড়ে দেয়। তবে আমার ভালো লাগছে যে একটা মেয়ে এখনও নিজের জায়গা ধরে রাখছে, লড়াই চালাচ্ছে।'