অভিনেতা অর্জুন বিজলানি হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী তারকা। তিনি অনেক হিট শোয়ের অংশ হয়েছেন এবং একাধিক টিভি শো হোস্টও করেছেন। তবে অনেকেই জানেন না বলিউড তারকা রণবীর কাপুরের সহপাঠী অর্জুন। হ্যাঁ, একই স্কুলে পড়াশোনা করেছেন দুজনে।
অর্জুন বিজলানি জানিয়েছেন, স্কুলে রণবীর কাপুরের সঙ্গে ফুটবল খেলতেন তিনি। রণবীর কাপুর নিজেও এ কথা জানিয়েছেন। রণবীর কাপুর একটি শোতে বলেছিলেন যে তিনি স্কুলের দিন থেকেই অর্জুন বিজলানিকে চেনেন। অর্জুন বিজলানি বলেন, স্কুলের বাচ্চারা জানত যে তিনি ঋষি কাপুরের ছেলে, কিন্তু সেই সময় শিশুদের মনে এসব কাজ করত না। অভিনেতা সিদ্ধার্থ কান্নানের সঙ্গে একান্ত কথোপকথনে বলেন, 'আমরা একই ব্যাচে একসঙ্গে ফুটবল খেলতাম। আমরা একসঙ্গে বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করতাম। আমরা রেড হাউজ টিমের সদস্য ছিলাম। রণবীরের নিজের বন্ধুদের গ্রুপ ছিল, এবং আমি সেই গ্রুপের অংশ ছিলাম না। তবুও, আমরা বন্ধু ছিলাম কারণ আমরা একই ব্যাচে ছিলাম এবং একসাথে খেলতাম।
অর্জুন জানিয়েছেন, রণবীরের সঙ্গে তাঁর একবার দেখা হয়েছিল। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় তাঁর সঙ্গে আমার দেখা হয় একবার। আমরা কিছুক্ষণ কথা বললাম। আমি যে অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলাম, সেখানে নিজের ছবির প্রচারের জন্য এসেছিল রণবীর। আমাদের কাছে কোনও স্ক্রিপ্ট ছিল না, এবং আমি কাউকে বলিনি যে আমরা শৈশবের বন্ধু। কিন্তু রণবীর নিজেই মঞ্চে সেই কথা বলেছেন। খুব মিষ্টি লাগলো। আমি তার পরিবারের জন্য খুব খুশি’।
রণবীর কাপুর সম্পর্কে কী বললেন তাঁর স্কুলের বন্ধু? অর্জুন বিজলানি বলেন, ‘ও খুব ভালো। আমি তাকে একজন অভিনেতা হিসাবে ভালবাসি এবং আমি আনন্দিত যে আমরা এই জীবনে স্কুলের বন্ধু ছিলাম। স্কুলের সবাই জানত যে ওহ ঋষি কাপুরের ছেলে। কিন্তু আমরা ছিলাম শিশু, আমরা ছিলাম নিষ্পাপ। আমরা শুধুই বন্ধু ছিলাম। আমাদের মাথায় এসব ছিল না।’

ছাত্র হিসাবে তেমন সুনাম অবশ্য় ছিল না রণবীরের। অভিনেতা নিজের মুখে বলেছেন কাপুর পরিবারের প্রথম পুরুষ সদস্য হিসাবে ক্লাস টেনের বোর্ডের পরীক্ষা পাশ করেছিলেন তিনি। মাত্র ৫৩.৪% নম্বর পেয়েছিলেন ঋষি পুত্র। কিন্তু তাতেই গোটা পরিবার এত উচ্ছ্বসিত ছিল, যে রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুর নাতির জন্য পার্টির আয়োজন করেছিলেন।
প্রসঙ্গত, বর্তমানে অ্য়ামাজন মিস্ক প্লেয়ারের রাইজ অ্যান্ড ফলে দেখা যাচ্ছে অর্জুন বিজলানিকে।