স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাজের চর্চা যে রকম হয়, সেরকমই চর্চায় থাকে তাঁর ব্যক্তিগত জীবন। সবটা নিয়েই খোলামেলা ভাবে জবাব দিতে স্বাচ্ছ্বন্দ্য স্বস্তিকা। কোনও কিছু নিয়ে তাঁর মধ্যে ছুঁৎমার্গ নেই। ট্যাবু ভাঙতে তিনি ওস্তাদ। সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে অনেকেই নায়িকাকে নেগেটিভ কমেন্টে ভরিয়ে দেন। এবার তাই নিজের ছবি দিয়ে স্বস্তিকা লিখলেন, ‘জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে।’
আরও পড়ুন: ‘দ্য বেঙ্গল ফাইলস’কে জোর টক্কর 'পরম সুন্দরী'র! কত আয় করল সৌরভ-মিঠুনের ছবি?
রবিবার রাতে নায়িকা একটি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে তাঁকে নীল রঙের একটি অফ সোল্ডার গাউনে দেখা যায়। গলায় পেন্ডেন্ট দেওয়া একটি চেন পরেছিলেন। চোখে ছিল চশমা। সামনে নানা রকমের স্বাস্থ্যকর পানীয় নিয়ে তিনি বসে ছিলেন।
ছবিটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘আচ্ছা! আমি ৪৪ বছর বয়সী দেখতে লাগছি? আমি খুব হট দেখতে লাগছি। হেটার্সরা আপনারা আমার সঙ্গে কম্পিটিশনে হেরে যাবেন। যাই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে। জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে, বলবে এই বুড়ি বয়েসেও লজ্জা হল না। আরে মশাই যাঁরা কচিতে নির্লজ্জ, তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে। ওই ভাবেই ঘাটে যাবে, মরতে কেন হটাৎ ফেসবুকে বুক নিয়ে কচকচানি করা পাবলিকদের জন্য লজ্জা পেতে যাবে বলুন তো ?! মহা ঝামেলা।’
আরও পড়ুন: 'ঠিক বুঝতে পারছি না…', ১০ বছর পর আবার ছোট পর্দায় ফেরা নিয়ে যা বললেন রণিতা
নায়িকা আরও লেখেন, ‘কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম, তাতে একজন ফিল্টারে মোড়া ট্যারা মুনমুনদি আমায় জোকার বলল। আমি আজকাল এদের ট্রোলার বলে সম্মান দিতে চাইনা। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. I love it. এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায়না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল। যাইহোক। আমার গোল গাল কমছে, তার জন্য ডায়েট, পরিশ্রম সবই চলছে, শনিবার সকাল সকাল এত শরীর সচেতন জুস খেলাম, ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি।’ ১ - Orange, ২ - মৌরি মিছরির জল, ৩ - KALE, ৪ - হিমালয় থেকে আনা জড়িবুটির রস। এবার ফেসবুক এর পুলিশ কাকু কাকিমাদের যদি বলি জুস এ কন্সেন্ট্রেট করতে উহু মোটেই করবে না। ফোকাস অনলি অন ফেস এন্ড বুক।'