জ্যোতিষ মতে, রবিবারে অনুষ্ঠিত হতে চলেছে বিরল চন্দ্রগ্রহণ। আর এই গ্রহণের সময় প্রসন্ন হচ্ছেন সূর্যদেব। যার প্রভাব বেশ কিছু রাশির ওপর পড়তে চলেছে। সাধারণত চন্দ্রগ্রহণের সময় চন্দ্রের অবস্থান এবং তার সাথে অন্যান্য গ্রহের সম্পর্ক বিচার করে শুভ-অশুভ ফল নির্ধারণ করা হয়। এবারেও চন্দ্রের অবস্থানের সঙ্গে বিচার্য সূর্যদেবের অবস্থান। আর তার জেরেই কিছু রাশি পেতে চলেছে সূর্যদেবের কৃপা। সূর্যদেব শক্তি, আলো, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও আত্মবিশ্বাসের দেবতা। তাঁর কৃপায় চার রাশির জীবনে আসতে চলেছে সমৃদ্ধি, সুখ ও সুস্বাস্থ্য।
আরও পড়ুন - ঘর ঝাড় দেওয়ার পর ঝাড়ু নিয়ে ভুলেও করবেন না এই কাজ! বাস্তু মতে বড় অমঙ্গল
কোন কোন রাশির জীবনে সুখের জোয়ার?
মিথুন: কর্মজীবনে সাফল্যের যোগ রয়েছে চন্দ্রগ্রহণের সময়। পাশাপাশি নতুন সুযোগ আসতে পারে। এই দিন কেটে যাবে পুরনো ফাঁড়া। চন্দ্রগ্রহণের সময় সূর্যের কৃপায় খুব পুরনো অসুখও সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যজনিত সুখবর আসবে সংসারে।
সিংহ: আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যাংক ব্যালেন্সও বাড়তে পারে অপ্রত্যাশিত লাভে। শেয়ার ও লটারি থেকে বড় অঙ্কের টাকা আসতে পারে পকেটে। সিংহ রাশির জন্য এই সময়টি শুভ বলে প্রমাণিত হবে। এই সময় পুরনো ধারদেনা নিয়ে বিবাদের নিষ্পত্তি হতে পারে।
ধনু: শরীরস্বাস্থ্য ভালো থাকবে। বাতের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবেন। মানসিকভাবে শান্তি অনুভব করবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও অশান্তির মীমাংসা হবে এই দিন। সংসারে সুখ ও সমৃদ্ধি প্রবেশ করবে পুজোর আগেই। পুজোর আগেই জমি ও বাড়ি সংক্রান্ত সুখবর আপনার জন্য অপেক্ষা করছে।
আরও পড়ুন - একই দিনে পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ! গ্রহণের পর এই কাজেই কাটবে অশুভ শক্তির প্রভাব
মীন: যেহেতু গ্রহণ মীন রাশিতেই হচ্ছে, তাই এই রাশির জাতক-জাতিকারা আত্মিক এবং মানসিক দিক থেকে বিশেষ শক্তি অনুভব করতে পারেন। দাম্পত্য জীবনের অশান্ত পরিস্থিতিও কেটে যাবে দ্রুত। মানসিক কোনও সমস্যার শিকার হলে তারও নিষ্পত্তি হতে চলেছে এই সময়। সূর্যদেবের কৃপায় সংসারে সমৃদ্ধি আসতে চলেছে। ব্যাংক ব্যালেন্সও বাড়বে এই সময়।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।