কোল্ডপ্লের কনসার্ট দেখতে দেখতে নিজের সংস্থার মহিলা কর্মীকেই জড়িয়ে ধরেছিলেন অ্যাস্ট্রোনমার সিইও। বোস্টনের গ্যালারির সেই ভিডিয়ো ভাইরাল হয় গোটা নেট দুনিয়ায়। অ্যান্ড বায়রন ও ক্রিস্টিন ক্যাবটকে নিয়ে তারপর বহু জলঘোলা হয়। সংস্থা থেকে তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছিল। পদত্যাগে রাজি না হওয়ায় ছুটিতে পাঠানো হয় তাঁদের। সম্প্রতি সেই ক্রিস্টিনই তাঁর স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। জুলাইয়ের ‘চুম্বন’ কাণ্ডের পর অগস্টেই সেই মামলা দায়ের করা হয়েছিল। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটার পর এক মাস কাটার আগেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের হল।
আরও পড়ুন - রবিবারে SSC পরীক্ষায় কঠোর নিয়ম, কী করা যাবে, কী করা যাবে না? দেখে নিন একঝলকে
দম্পতির মধ্যে কেমন ছিল সম্পর্ক?
কিস ক্যাম কেলেঙ্কারি ঘটেছিল ১৬ জুলাই। সোশ্যাল মিডিয়ায় সেই কাণ্ড ভাইরাল হওয়ার পর এক মাসও কাটেনি। ১৩ অগস্ট ক্রিস্টেন ক্যাবট নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথের একটি আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন। স্বামী অ্যান্ড্রু ক্যাবটের কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে তাঁর আবেদনে বর্তমানে আরেক ভাইরালের তালিকায়। সংবাদমাধ্যম সূত্রের খবর, দম্পতির মধ্যে সম্পর্ক বেশ খারাপ ছিল। অ্যান্ড্রু যখন তার স্ত্রীর ভিডিয়োর সম্পর্কে জানতে পারেন, তখন বিশেষ গুরুত্ব দেননি।
আরও পড়ুন - ২৩ মাস বয়সী শিশুর মেরুদণ্ডে পুঁজ জমে ঘা! সার্জারি ছাড়াই, ক্যাথিটার ফেরাল জীবন
কী বলছেন অ্যান্ড্রুর প্রাক্তন?
অ্যান্ড্রু ক্যাবটের প্রাক্তন স্ত্রী জুলিয়া ক্যাবট এই নিয়ে মুখ খুলেছেন ডেইলি মেলের সংবাদমাধ্যমের কাছে। ক্রিস্টিনের ভিডিয়ো ভাইরাল হওয়ার প্রাক্তন স্বামীকে মেসেজ করেছিলেন জুলিয়া। তখন অ্যান্ড্রু তাঁকে বলেন, তিনি এই বিষয়ে ভাবিত নন। পাশাপাশি তারা দুজনেই যেভাবেই হোক আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করছেন। জুলিয়ার কথায়, অ্যান্ড্রু শুধু টাকার কথাই চিন্তা করেন। তিনি মোটেই একজন প্রকৃত স্বামী নন। তবে ক্রিস্টিনের বিষয়েও একই কথা বলেন জুলিয়া। তাঁর কথায়, ক্রিস্টিনকেও ঠিক প্রকৃত স্ত্রী বলে তাঁর মনে হয় না।