গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের উপর থেকে জিএসটি কমিয়ে দিয়েছে। সেই পরিস্থিতিতে বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক সংস্থা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যে তালিকায় আছে টাটা মোটরস, মাহিন্দ্রা, টয়োটা, রেনোঁর মতো সংস্থা। কোন গাড়ির দামটা কতটা কমল? তা দেখে নিন।
টাটা মোটরসের গাড়ির দাম কতটা কমে যাচ্ছে?
গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে সবথেকে আগে গাড়ির দাম কমানোর ঘোষণা করেছে টাটা মোটরস। জিএসটি কাঠামোয় আমূল পরিবর্তনের পরে টাটার গাড়ির দাম ১.৫৫ লাখ টাকা পর্যন্ত কমে গিয়েছে। যে নয়া দাম আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। টাটা মোটরসের গাড়ির দাম কতটা কমে যাচ্ছে?
১) Tiago: ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।
২) Tigor: ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৩) Altroz: ১,১০,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৪) Punch: ৮৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৫) Nexon: ১,৫৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৬) Curvv: ৬৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৭) Harrier: ১,৪০,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৮) Safari: ১,৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: GST ছাড়ের সুবিধা জনসাধারণ পর্যন্ত পৌঁছাবে তো? ‘পুরো ফোকাস..’ সংস্থাগুলিকে নিয়ে মুখ খুললেন নির্মলা
মাহিন্দ্রার গাড়ির দাম কতটা কমে যাচ্ছে?
জিএসটি কাটছাঁটের পরে বিভিন্ন যাত্রীবাহী গাড়ির দাম কমানোর ঘোষণা করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। নয়া দাম কার্যকর হচ্ছে আজ থেকেই। আর সেই পরিস্থিতিতে মাহিন্দ্রার গাড়ির দাম কতটা কমে যাচ্ছে? তা দেখে নিন।
১) Bolero/Neo: ৩১ শতাংশ থেকে কর কমে ১৮ শতাংশ, ১.২৭ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
২) XUV3XO (পেট্রল): ২৯ শতাংশ থেকে কর কমে ১৮ শতাংশ, ১.৪০ লাখ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
৩) XUV3XO (ডিজেল): ৩১ শতাংশ থেকে কর কমে ১৮ শতাংশ, ১.৫৬ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
৪) Thar 2WD (ডিজেল): ৩১ শতাংশ থেকে কর কমে ১৮ শতাংশ, ১.৩৫ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
৫) Thar 4WD (ডিজেল): ৪৮ শতাংশ থেকে কর কমে ৪০ শতাংশ, ১.০১ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
৬) Scorpio Classic: ৪৮ শতাংশ থেকে কর কমে ৪০ শতাংশ, ১.০১ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
৭) Scorpio-N: ৪৮ শতাংশ থেকে কর কমে ৪০ শতাংশ, ১.৪৫ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
৮) Thar Roxx: ৪৮ শতাংশ থেকে কর কমে ৪০ শতাংশ, ১.৩৩ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
৯) XUV700: ৪৮ শতাংশ থেকে কর কমে ৪০ শতাংশ, ১.৪৩ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: ‘নাগরিকদের আর ব্যবসার জন্য সহজ হয়েছে’, জিএসটি 2.0র প্রশংসায় মোদী
টয়োটার গাড়ির দাম কতটা কমে যাচ্ছে?
জিএসটি কাটছাঁটের সুবিধা ক্রেতারা যাতে চান, সেজন্য গাড়ির দাম কমিয়ে দিয়েছে টয়োটা। ২২ সেপ্টেম্বর থেকে টয়োটার গাড়ির নয়া দাম কার্যকর হবে। আর সেদিন থেকে টয়োটার গাড়ির দাম কতটা কমে যাচ্ছে? তা দেখে নিন।
১) Toyota Glanza: ৮৫,৩০০ টাকা পর্যন্ত ছাড়।
২) Toyota Taisor: ১,১১,১০০ টাকা পর্যন্ত ছাড়।
৩) Toyota Rumion: ৪৮,৭০০ টাকা পর্যন্ত ছাড়।
৪) Toyota Urban Cruiser Hyryder: ৬৫,৪০০ টাকা পর্যন্ত ছাড়।
৫) Toyota Innova Crysta: ১,৮০,৬০০ টাকা পর্যন্ত ছাড়।
৬) Toyota Innova Hycross: ১,১৫,৮০০ টাকা পর্যন্ত ছাড়।
৭) Toyota Fortuner: ৩,৪৯,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৮) Toyota Legender: ৩,৩৪,০০০ টাকা পর্যন্ত ছাড়।
৯) Toyota Hilux: ২,৫২,৭০০ টাকা পর্যন্ত ছাড়।
১০) Toyota Camry: ১,০১,৮০০ টাকা পর্যন্ত ছাড়।
১১) Toyota Vellfire: ২,৭৮,০০০ টাকা পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: পপকর্ন মিমে ইতি টানল নয়া GST! নতুন ব্যবস্থায় কত কর গুণতে হবে?
রেনোঁর গাড়ির দামের নয়া তালিকা
নয়া জিএসটির হারের পরে রেনোঁর দামও কমিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন গাড়ি অনেকটা সস্তা হয়ে গিয়েছে। রেনোঁর গাড়ির দামের নয়া তালিকা দেখে নিন -
Kiger
১) Emotion CVT I L T: ১১,২৯,৯৯৫ লাখ টাকা থেকে কমে ১০,৩৩,৬০০ টাকা হয়ে যাচ্ছে।
২) Emotion DT CVT I L T: ১১,২৯,৯৯৫ লাখ টাকা থেকে কমে ১০,৩৩,৬০০ টাকা হয়ে যাচ্ছে।
৩) Emotion MT: ৯,১৪,৯৯৫ লাখ টাকা থেকে কমে ৮,৫৭,০০০ টাকা হয়ে যাচ্ছে।
৪) Emotion DT MT: ৯,৫৭,৯৯৫ টাকা থেকে ৮,৫৮,০০০ টাকা হয়ে যাচ্ছে।
Kwid
১) Climber AMT DT: ৬,৪৪,৯৯৫ টাকা থেকে ৫,৯০,০০০ টাকা হয়ে যাচ্ছে।
২) Climber DT: ৫,৯৯,৯৯৫ টাকা থেকে ৫,৪৮,৮০০ টাকা হয়ে যাচ্ছে।
৩) Climber: ৫,৮৭,৯৯৫ টাকা থেকে ৫,৩৭,৯০০ টাকা হয়ে যাচ্ছে।
৪) RXT AMT: ৫,৯৯,৯৯৫ টাকা থেকে ৫,৪৮,৮০০ টাকা হয়ে যাচ্ছে।
Triber
১) Emotion AMT DT: ৯,৩৯,৯৯৫ টাকা থেকে ৮,৫৯,৮০০ টাকা হয়ে যাচ্ছে।
২) Emotion AMT: ৯,১৬,৯৯৫ টাকা থেকে ৮,৩৮,৮০০ টাকা হয়ে যাচ্ছে।
৩) Emotion MT DT: ৮,৮৭,৯৯৫ টাকা থেকে ৮,১২,৩০০ টাকা হয়ে যাচ্ছে।
৪) Emotion: ৮,৬৪,৯৯৫ টাকা থেকে ৭,৯১,২০০ টাকা হয়ে যাচ্ছে।