সতর্কতা বিন্দু থেকে ৩.৩ ফুট উপরে যমুনার জলস্তর! সেই পরিস্থিতিতেই হাতিনিকুন্ড ব্যারেজ থেকে ২.৫০ লক্ষ কিউসেক জল ছাড়া হল। জল ছাড়া হল গোকুল ব্যারেজ থেকেও। ১.২২ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে রাতের মধ্যেই ফের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জেলা প্রশাসন তহসিল এলাকার থর আশ্রমের মেহরা নাহারগঞ্জের ৪০টি পরিবারকে নিরাপদ স্থানে পাঠিয়েছে। সেচ দফতরের তথ্য অনুযায়ী, যমুনার জলস্তর বৃদ্ধির কারণে অনেক এলাকায় কুঁড়েঘর এবং খেলার গোলাঘর ডুবে গেছে।
তাজমহলের ঘাড়ের কাছেই বন্যার জল
যমুনার আগ্রাসী চেহারায় আগ্রার ঐতিহাসিক ও ধর্মীয় স্থানগুলিও জলে ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কৈলাস ঘাটে অবস্থিত কৈলাস মন্দিরের সিঁড়ি ডুবে গিয়েছে ইতিমধ্যেই। বালকেশ্বর ঘাটে অবস্থিত কালী মন্দির সম্পূর্ণ ডুবে গিয়েছে। তাজমহলের পিছনে অবস্থিত চন্দ্রশেখর পার্ক এবং দশেরা ঘাট ডুবে গিয়েছে ইতিমধ্যেই। পর্যটক এবং স্থানীয়দের মধ্যে এই নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাজমহলও খুব শিগগিরই বিপদের শিকার হতে পারে বলে আশঙ্কা। তবে তাজমহলের কর্মকর্তারাও এ বিষয়ে নজর রাখছেন।
আরও পড়ুন - তেহট্টে খুন ৯ বছরের শিশু, পুকুরে মিলল দেহ, উত্তেজিত জনতার মারে মৃত্যু ২ পড়শির
পাঞ্জাবে বন্যার জেরে বর্ডারে বিপত্তি
অন্যদিকে পাঞ্জাবেও বন্যা পরিস্থিতি বেশ ভয়াবহ। পরিস্থিতি এতটাই ঘোরালো যে রবির নদীর জলে ভেসে গিয়েছে প্রায় ৩০-৪০ কিলোমিটার বর্ডার এরিয়া। ওই অঞ্চলগুলি থেকে বিএসএফ চেক পোস্ট সরিয়ে আনতে হয়েছে। নজরদারির না থাকার সুযোগ নিতে গিয়েছিল কিছু ড্রাগ মাফিয়া। কিন্তু টহলদারিতে থাকা বিএসএফ পুলিশ তাদের শায়েস্তা করে।
আরও পড়ুন - পুজোয় ভিআইপি রোডের যানজট কমাতে নতুন ব্রিজ! কোথায়? কবে থেকে চালু?
কী জানালেন বিএসএফ-এর ডিআইজি?
বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ারের ডেপুটি ইনস্পেকটর অব জেনারেল একে বিদ্যার্থীর কথায়, ‘গুরুদাসপুরে ৩০-৪০টি বর্ডার আউটপোস্ট জলের তলায় ডুবে গিয়েছে। এছাড়াও ভেঙে গিয়েছে ৩০ কিলোমিটারের লোহার বেড়া। অমৃতসর ও ফিরোজপুর সেক্টরও বন্যার জন্য ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।’
কী পরিস্থিতি জম্মু কাশ্মীরে?
জম্মু-কাশ্মীরের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, ‘ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রশাসন বিধায়কদের সঙ্গে মিলে সময় মতো পদক্ষেপ নিয়েছে । নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে জরুরি কেন্দ্রে স্থানান্তরিত করেছে। এর ফলে আমরা প্রাণহানি এড়াতে পেরেছি। সম্পত্তির যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ আমরা দেব। কেন্দ্র থেকে একটি বিশেষ দল পাঠানো হচ্ছে সেই ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য এবং আমরা জনসাধারণকে ত্রাণ দেব।’
হিমাচলে ভূমিধস
অন্যদিকে হিমাচল প্রদেশের কিন্নৌরে নাথপা বাঁধের কাছে ভারী বৃষ্টিপাতের ফলে বিশাল ভূমিধস হয় । পিটিআই সংবাদ সংস্থা সূত্রের খবর, দুর্যোগের একটি ভিডিয়োতে ভূমিধসের ভয়াবহ মুহূর্তগুলি দেখা গিয়েছে। জানা গিয়েছে, ভূমিধসটি প্রায় ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত ছিল। ঘটনাস্থলে পাঁচজন উপস্থিত ছিল। কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পাঁচজনই নিরাপদে আছেন।