প্রাথমিকে নিয়োগে দুর্নীতির মামলায় এবার আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। শনিবার ইডির বিশেষ আদালতে হাজিরা দেন তিনি। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এদিন। কিন্তু আপাতত আদালত তাঁকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে। বোলপুরের তৃণমূল বিধায়ককে আপাতত কিছু শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। সেগুলি মানতে হবে চন্দ্রনাথকে।
আরও পড়ুন - পুজোয় ভিআইপি রোডের যানজট কমাতে নতুন ব্রিজ! কোথায়? কবে থেকে চালু?
পার্থের পর ফের আরেক মন্ত্রী
প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইডি চার্জশিট জমা দিয়েছিল চন্দ্রনাথের বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায়ের পর সেই প্রথম কোনও মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। তাঁর বাড়িতেও তল্লাশি করে ইডি। ৪১ লক্ষ টাকা নগদ উদ্ধার হয় তখন। ইডি দুবার হাজিরা দিতে বললে তা এড়িয়ে গিয়েছিলেন চন্দ্রনাথ। কিন্তু গত মাসে হঠাৎই ইডির দফতরে হাজির হতে দেখা যায় চন্দ্রনাথকে। তখন তাঁকে জেরা করা হয়েছিল কি না তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, তার আগেই ইডি চার্জশিট জমা দেয়। এবার আদালতে তাঁকে হেফাজতে চাইল ইডি।
কী নির্দেশ আদালতের?
শনিবার বোলপুরের বিধায়ক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ইডি হেফাজতে রাখতে চাইলেও আদালত ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেয়। প্রসঙ্গত, আদালত তাঁকে নির্দেশ দিয়েছে, নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে কোথাও তিনি যেতে পারবেন না। এই মামলার শুনানি চলাকালীন এই নিয়ম মেনে চলতে হবে। পাশাপাশি তাঁকে তদন্তে সহযোগিতা করতেও বলা হয়।
আরও পড়ুন - তেহট্টে খুন ৯ বছরের শিশু, পুকুরে মিলল দেহ, উত্তেজিত জনতার মারে মৃত্যু ২ পড়শির
কী বললেন ইডির আইনজীবী?
ইডির তরফে আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, ‘হেফাজতে নেওয়ার জন্য আমরা দরখাস্ত করেছি। সাত দিনের জন্য ওঁকে হেফাজতে চাওয়া হয়েছে। আগামী ১৬ তারিখ এই শুনানি হবে। তাঁর মধ্যে উনি কলকাতা এবং নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও যেতে পারবেন না।’