শুক্রবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার রাস্তায় দেখা গেল অন্য চিত্র। বাঘাযতীন মোড় এলাকায় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে ‘অন্যায় মামলা’ করার অভিযোগ তুলে হঠাৎই অটো বন্ধের সিদ্ধান্ত নিলেন চালকরা। ফলে গড়িয়া-গোলপার্ক এবং বাঘাযতীন-রানিকুঠি রুটের হাজারো যাত্রী বিপাকে পড়েন। অফিসযাত্রী থেকে পড়ুয়া সকলকেই ব্যাপক দুর্ভোগে পড়তে হয়।
আরও পড়ুন: ভয়াবহকাণ্ড! মহিলা পুলিশকর্মীকে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক, তারপর…
স্থানীয় অটোচালকদের দাবি, বহুদিন ধরেই বাঘাযতীন মোড়ে দাঁড়ালেই কর্তব্যরত সিভিক পুলিশ তাঁদের ছবি তুলে মামলা দিচ্ছে। শুধু তাই নয়, চালকদের সঙ্গে দুর্ব্যবহারও করা হচ্ছে বলে অভিযোগ। শুক্রবার সকালেও একই ঘটনা ঘটায় ক্ষোভ চরমে ওঠে। চালকরা প্রতিবাদ করলে এক পর্যায়ে সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি সামাল দিতে নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার জেরে সকাল ১০টা থেকে গড়িয়া-গোলপার্ক ও বাঘাযতীন-রানিকুঠি রুটে অটো বন্ধ হয়ে যায়। এই দুটি রুটের উপর নিত্যদিন হাজার হাজার মানুষ নির্ভর করেন। বিশেষত মেট্রো স্টেশনমুখী যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। বিকল্প যানের খোঁজে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে ট্যাক্সি বা অ্যাপ ক্যাব ধরতে হয়।
অটোচালকদের বক্তব্য, সিভিক পুলিশ বিনা কারণে ছবি তুলে মামলা করছে। এতে তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি অকারণ হয়রানির শিকার হতে হচ্ছে। এক চালকের অভিযোগ, নিয়ম মেনে অটো চালালেও কেস দেওয়া হচ্ছে। এটা জুলুম ছাড়া আর কিছু নয়। অটোচালকদের বিক্ষোভ থামাতে পুলিশের পক্ষ থেকে বৈঠক শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আলোচনা সফল হলে আবারও চলাচল স্বাভাবিক হতে পারে। তবে যতক্ষণ না সিভিক পুলিশের আচরণের বিষয়ে প্রশাসন পদক্ষেপ করছে, ততক্ষণ অটো বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন চালকরা।