অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। একজন মহিলা ট্রাফিক পুলিশকে শিক্ষা দিতে এই কাজ করে ওই মদ্যপ অটো চালক।
আরও পড়ুন-গেম চেঞ্জার হবে নয়া GST স্ল্যাব! কতটা সস্তা হতে পারে প্রিয় জিনিস? রইল তালিকা
সূত্রের খবর, মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের সাতারা শহরের একটি ক্রসিংয়ে ঘটেছে। ওই দিন ক্রসিংয়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন ভাগ্যশ্রী যাদব। তিনি ট্রাফিক সার্জেন্ট, তাই নিজের ডিউটি পালন করছিলেন। সেই সময় ওই ক্রসিং দিয়ে পার হচ্ছিল একটি অটো। ভাগ্যশ্রী অটোটিকে চেকিংয়ের জন্য থামাতে বলেন। কিন্তু অটো চালক তখন মদ্যপ ছিল। ভারতীয় আইনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিষিদ্ধ। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে জরিমানা তো হবেই, এমনকী জেল পর্যন্ত হতে পারে। সেই সব ভেবেই গাড়ি থামায়নি অটোচালক দেবরাজ কালে। বরং আরও জোরে অটো চালিয়ে পালানোর চেষ্টা করে সে।
আরও পড়ুন-গেম চেঞ্জার হবে নয়া GST স্ল্যাব! কতটা সস্তা হতে পারে প্রিয় জিনিস? রইল তালিকা
এদিকে, ভাগ্যশ্রী অটো চালককে থামানোর চেষ্টা করেন। কিন্তু অটো জোরে চালানোয় ভাগ্যশ্রী পড়ে যান। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সে ভয়াবহ দৃশ্য। দেখা যায়, অটোটি ১২০ মিটার পর্যন্ত ওই ট্রাফিক সার্জেন্টকে টেনে নিয়ে যাচ্ছে। অন্যদিকে, ওই অবস্থা দেখে পথচারীরা দ্রুত অটোটিকে আটকে দাঁড়িয়ে পড়লে সেটি থেমে যায়। এরপরেই ক্ষুব্ধ জনতা অটোচালক দেবরাজ কালেকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট ভাগ্যশ্রীকে উদ্ধার করে। পরে কালেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ট্রাফিক সার্জেন্ট ভাগ্যশ্রী যাদব গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে ওই অটো চালককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।