নেটপাড়া জুড়ে এখন তাঁদের প্রেমের চর্চা, কিন্তু সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। তবে তাঁরা সরাসরি কিছু প্রকাশ না করলেও তাঁদের নিয়ে দর্শক তথা অনুরাগীদের আলোচনার শেষ নেই। আর এই সব কিছুর মাঝেই নিজের আনন্দর উৎসের খোঁজ দিলেন সাহেব। সুস্মিতা নয়, জানেন সে কে?
আরও পড়ুন: 'আমাদের বুঝি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল…' ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকীতে যা লিখলেন মীর
সে হল সাহেবের ভাগ্নে। দিদি সোনম ভট্টাচার্য ও ফুটবলার জমাইবাবু সুনীল ছেত্রীর ছেলে ধ্রুব। রবিবার খুদের জন্মদিন। তাই তাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে সাহেব। ছবিতে নায়কের কোলে তাকে বসে থাকতে দেখা গিয়েছে। সাহেবের পরনে ছিল একটি গাঢ় সবুজ রঙের জ্যাকেট ও কালো শার্ট। অন্যদিকে, খুদের পরনে ছিল সাদা টি শার্ট ও বাদামি রঙের হাফ প্যান্ট। মামা-ভাগ্নে দু'জনের মুখেই একরাশ হাসি লেগেছিল।
আরও পড়ুন: 'রাত তিনটে সময় অন্তঃসত্ত্বা অবস্থায় কাকুতি-মিনতি করে…', মা চাঁদনির নাম না করেই ট্রোলারদের জবাব অহনা!
ছবিটি পোস্ট করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার বাচ্চা… তুমি যে এত মানুষের আনন্দের উৎস, তা তোমার কোন ধারণাই নেই। আমি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করি যেন তুমি একদিন একজন ভালো মানুষ হও এবং আমাদের সকলকে গর্বিত কর। সাহেব মামা লাইভ ইউ ৩০০০।’
এই মিষ্টি ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা খুদেকে ভালোবাসায় ভরে দেন। শুধু তাই নয়। অনেকে আবার সুস্মিতার প্রসঙ্গ টেনেও নানা মন্তব্য করেন। একজন লেখেন, ‘জন্মদিনে বেঙ্গালোরে গিয়েছে সাহেব মামা, সঙ্গে সুস্মিতা মামিকেও নিয়ে গিয়েছে। কী মিষ্টি ব্যাপার।’ আর একজন লেখেন, ‘সাহেব মামা পোস্ট করল, এবার সুস্মিতা মামিও পোস্ট করুক প্লিজ।’ এক ভক্ত লেখেন, ‘শুভ জন্মদিন ধ্রুব। ঈশ্বর তোমার মঙ্গল করুন...মামা মামির সঙ্গে ছবি চাই আমাদের.. প্লিজ।’
তাছাড়াও অনেকে খুদেকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। একজন লেখেন, ‘ছোট ছেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা...ভালোবাসা এবং আশীর্বাদ।’ আর একজিন লেখেন, ‘শুভ জন্মদিন ধ্রুব। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’ আর একজন লেখেন, ‘শুভ জন্মদিন সোনা।’