গত ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের আবহে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এই ছবির হাত ধরেই প্রায় ১০ বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখেছিলেন দর্শকরা। কিন্তু ‘ধূমকেতু’ যদি ২০২৫ সালে তৈরি হত, তাহলে কি শুভশ্রীকে ছবিতে নায়িকা হিসেবে বেছে নিতেন প্রযোজক দেব? এক সাক্ষাৎকারে এই প্রশ্নে অভিনেতা জানিয়েছিলেন, শুভশ্রী ইতিমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তাঁর মুখের সারল্য হারিয়ে গিয়েছে। 'রূপা' মুখের সারল্য তাঁর মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।
আরও পড়ুন: ‘ওয়ার ২’ না ‘কুলি’র এগিয়ে কে? বক্স অফিসে দ্বিতীয় দিনে কত আয় করল সিদ্ধার্থ-জাহ্নবীর পরম সুন্দরী?
দেবের এই মন্তব্য ঘিরে দানা বেঁধে ছিল বিতর্ক। অনেকেই বর্তমান সময়ে দাঁড়িয়ে নায়কের এই কথা মেনে নিতে পারেননি। সবটা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। তার মাঝেই দেবের এই কথার জবাবও দিয়েছিলেন শুভশ্রী। অভিনেত্রী এই প্রসঙ্গে মুখ খুলতেই এই আগুনে নতুন করে ঘী পড়েছিল। সবটা মিলিয়ে সরগরম হয়ে উঠেছিল পরিস্থিতি। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই প্রসঙ্গে মুখ খুললেন 'ধূমকেতু' প্রযোজক রানা সরকার। তিনি জানান দেবের বক্তব্যকে ভুল ভাবে তুলে ধরা হচ্ছে সকলের কাছে।
আরও পড়ুন: 'আমার তো তাহলে আর শরীরটাই নেই…', স্লিভলেস ব্লাউজ বিতর্কে নাম না করেই শ্বেতাকে জবাব স্বস্তিকার?
'দিল সে দেবিয়ান' নামক দেবের ফ্যান ক্লাব থেকে শেয়ার করা একটি ভিডিয়োয় রানা সরকারকে এই প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। প্রযোজক বলেন, ‘দেব আরও একটা কথা বলেছেন যে, ‘আমি নিজেকেও হয়তো কাস্ট করতাম না’। এই কথাটাকে আমরা এড়িয়ে যাচ্ছি। এর জন্য পুরো ইন্টারভিউটা দেখতে হবে। আমার মনে হয়, আমাদের বুঝতে ভুল হচ্ছে। বোঝার অসুবিধা হলে বার বার দেখা উচিত। যদি এই কথাটা খুব নেগেটিভ অর্থে ব্যবহার হয়ে থাকে, তাহলে তো আমার মনে হয় না যে এটা কাউকে সমর্থন করছে। দেবের যেটুকু ইন্টারভিউ আমি দেখেছি আমার তা মনে হয়নি। ও একজন প্রযোজক হিসেবে কাস্টিং করার ক্ষেত্রে কী কী হওয়া উচিত সেটা নিয়ে কথা বলেছে। তাতে কারুর খারাপ লাগতে পারে। যদি খারাপ লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আমার মনে হয় না যে, দেব সেই অর্থে বলেছে। আমি এটাও শুনেছি যে, দেব এটাও বলেছে, ‘আমি নিজেকেও কাস্টিং করব কিনা সেটাও ভেবে দেখতে হবে’। প্রযোজক হিসেবে আমরাও যখন কাউকে কাস্ট করতে যাই অনেক কথা ভাবি। হয়তো বাইরে বলি না। দেব যেহেতু এত জনপ্রিয় অভিনেতা। ও বলেছে, সেটা হয়তো কারুর খারাপ লেগেছে। সেটার মনে হয় একটু ভুল অর্থ বের করা হচ্ছে।’