ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন যে, তিনি স্লিভলেস বা স্বল্প দৈর্ঘ্যর পোশাক পড়তে সাচ্ছ্বন্দ্য নন। তাই তাঁকে একটা সময় অনেকেই বলেছিলেন তিনি নাকি ইন্ড্রাস্টিতে কাজ পাবেন না। সেই সময় নায়িকা তাঁদের বলেছিলেন, ‘আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।’ আর তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মাঝে কয়েকদিন ধরে সমাজমাধ্যমের পাতায় নায়িকার নাম না করে নানা ভাবে কটাক্ষ করেছেন ছোটপর্দার আর এক অভিনেত্রী সৌমি পাল। আর এবার মুখ খুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
আরও পড়ুন: বক্স অফিসে রজনীকান্তের কাছে পিছিয়ে হৃতিক! ১৫ দিনে ‘কুলি’ ও ‘ওয়ার ২’ কত আয় করল?
শ্বেতার নাম না করলেও, 'টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী' বলে স্বস্তিকার উল্লেখ্য করতেই অনেকে অনুমান করেছেন তিনি শ্বেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সমাজ মাধ্যমের পাতায় এই কথাগুলি লিখেছেন। তিনি লেখেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন হিরোইনরা হাত কাটা ব্লাউজ পরতেন, পরেছেন এবং পরেন? আমার মা পরতেন, উনি অবশ্য গৃহবধূ ছিলেন। আমার মাথায় যে নামগুলো আসছে লিস্ট করছি। প্লিজ আপনাদের মনে পড়লে আরও নাম যোগ করবেন। শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। আমার তো তাহলে আর শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।’ এরপর তিনি নায়িকা বহু জনপ্রিয় অভিনেত্রীর নাম লেখেন যাঁরা স্লিভলেস ব্লাউজ পরতেন।
আরও পড়ুন: দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ম্যাজিক দেখালো ‘দেশু’! ১৫ দিনে কত কোটি আয় হল 'ধূমকেতু'র?
প্রসঙ্গত, স্টোরি উইথ সাহানাতে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা এই প্রসঙ্গে কথা বলেছিলেন। নায়িকা বলেছিলেন ‘অনেক ক্ষেত্রেই কম্পোমাইজের কথা বলা হয়। আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আমি স্লিভলেস পড়তে পারি না, আমি শর্ট ড্রেস পরতে পারি না। ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনও পোশাক আমি পরি। আমাকে বলা হয়েছিল যে, 'তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছ, তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে?' কিন্তু সবাই জানে আমি এগুলো পরি না। যখন আমাকে এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না। কিন্তু আমি এগুলো না করেও ১৫ বছর ধরে মেগাতে লিড করছি। আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রোযোজকরা কখনও শর্ট ড্রেস পরার জন্য জোর করেনি।’