গত সপ্তাহেই সামনে আসে গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছেন সুনীতা আহুজা। তাও আবার সেই ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যদিও অভিনেতার ম্যানেজার জানিয়ে দেন, ব্যাপারটা পুরনো। দুজনে সব সমস্যা মিটিয়ে একসঙ্গে থাকছেন। এরপর বাড়িতে ধুমধাম করে গণেশপুজো করেন গোবিন্দা। একসঙ্গে ম্যাচিং পোশাকে পুজোর দিন দেখা যায় বলি-দম্পতিকে। আর এবার একসঙ্গে ঢোলের তালে নাচতে নাচতে চললেন গণপতি বিসর্জনে।
গণেশ বিসর্জনের আগে গোবিন্দা ও সুনীতার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেরকমই একটা পোস্টে দেখাগেল যে, তাঁদের ছেলে যশবর্ধন আহুজা গণেশের মূর্তি বহন করছিলেন, যখন পরিবার তাদের গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল। এরপর সুনীতাকে নাচ করতে দেখা যায়। গোবিন্দা সেই সময় বউয়ের পাশেই দাঁড়িয়েছিলেন।
এরপর যশবর্ধন গাড়িতে উঠে যাওয়ার পর, গোবিন্দা এবং সুনীতা একসঙ্গে নাচ করতে থাকেন। আরেকটি ক্লিপে, গোবিন্দাকে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়, যখন পাপারাজ্জিরা তাঁর কাছে দাঁড়িয়ে ছিল। তিনি তাদেরকে হাসিমুখে অভিবাদন জানান। বিসর্জনের দিন গোবিন্দা সাদা রঙের পোশাক পরেছিলেন। সুনীতার গায়ে এদিনও বরের সঙ্গে ম্যাচিং করে ছিল, লাল এবং সাদার প্রিন্টেড ড্রেস।
সম্প্রতি সুনীতা ইনস্টাগ্রামে গোবিন্দার সঙ্গে ছবি শেয়ার করেন। ছবিতে সুনীতা, গোবিন্দা, যশবর্ধন এবং অভিনেত্রী মনীষা কোইরালা-সহ অন্যরা ছিলেন। সুনীতা তাঁর পোস্টে সুসজ্জিত গণেশ মূর্তির এক ঝলকও দেখিয়েছেন। ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া (লাল হৃদয় এবং জোড় হাতের ইমোজি)’।
গণেশপুজোর দিন চলমান ডিভোর্স বিতর্কে প্রথমবার মুখ খোলেন গোবিন্দা। দৃঢ়ভাবে অস্বীকার করেন বিচ্ছেদের খবর। সুনীতা বরাবরের মতো ঢঙে মিডিয়াকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘আজ আমাদের একসঙ্গে দেখে মিডিয়ার মুখে থাপ্পড় পড়ল? এত কাছাকাছি... যদি কিছু সমস্যা থাকত, তাহলে আমরা এত কাছাকাছি থাকতাম? আমাদের মধ্যে দূরত্ব আসত। কেউ আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। উপর থেকে ভগবান নেমে এলেও... আমার গোবিন্দা শুধুমাত্র আমারই এবং আর কারো নয়’
গোবিন্দা ও সুনীতা বিয়ে করেছিলেন ৩০ বছরেরও বেশি সময় আগে। একসময় বিয়ের খবর গোপনই রেখেছিলেন গোবিন্দা। পরে প্রথম সন্তানের আগমনের আগে বিয়ের খবর সামনে আনেন। গোবিন্দা ও সুনীতার দুই সন্তান- মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। টিনা ২০১৫ সালে 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন। আর যশবর্ধনও তাঁর ডেবিউর প্রস্তুতি নিচ্ছেন।