ছোট পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে। তবে এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোষ্টের মাধ্যমে সে কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
যদিও এই প্রথমবার নয়, এর আগে ২০১৯ সালে ওপার বাংলার ‘নোলক’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যায় আয়েন্দ্রীকে। তবে টলিউডের বড়পর্দায় এই প্রথম অভিনয় করতে চলেছেন তিনি।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
আয়েন্দ্রীকে অভিনয় করতে দেখা যাবে ‘কিশমিস’ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি মন মানে না সিনেমায়। এই সিনেমায় ঋত্বিক ভৌমিকের বিপরীতে অভিনয় করবেন তিনি। ঋত্বিকের প্রাক্তন প্রেমিকার ভূমিকায় দেখা যাবে তাঁকে।
সিনেমায় ঋত্বিক ছাড়াও অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়। মেয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও। এই সিনেমাতেই আরও একজন ছোট পর্দার অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে, তিনি হলেন তিতিক্ষা দাস।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
‘দুই শালিক’ খ্যাত অভিনেত্রী তিতিক্ষাকে এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমাটি অনেক দিক থেকেই ভীষণ স্পেশাল কারণ একদিকে যেমন এই সিনেমাটি ৩ অভিনেত্রীর প্রথম ডেবিউ সিনেমা হতে চলেছে তেমন অন্যদিকে ঋত্বিকের হতে চলেছে এটি প্রথম বাংলা কাজ। ইতিমধ্যেই তিনি নিজেকে বেশ ভালোই বাংলায় রপ্ত করে ফেলেছেন।
চলতি বছরের নভেম্বর মাসেই মুক্তি পাবে সিনেমাটি। গত মে জুন মাসে সিনেমার শ্যুটিং সম্পন্ন হয়েছে কলকাতা এবং দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে। কিছুদিন আগে কলকাতায় শেষ দফার কাজও সম্পন্ন হয়েছে। ডাবিংও প্রায় শেষ।
প্রসঙ্গত, সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, প্রীতি সরকার, সুদীপা বসু। কোরিওগ্রাফির দায়িত্ব রয়েছে মেখলা বসু, যিনি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি। সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। কিছুদিন আগেই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে, এবার শুরু হবে এডিটিংয়ের কাজ।