চলতি বছর পুজোয় আবার রহস্য উদঘাটন করতে চলেছেন ফেলুদা। এই বছর দুর্গাপূজোয় আর কলকাতায় নয়, ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডুতে। অবশেষে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘যত কান্ড কাঠমান্ডুতে’। কোন ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজ?
এই সিরিজের হাত ধরে আবারও ফেলুদার চরিত্রে দেখতে পাওয়া যাবে টোটা রায়চৌধুরীকে, জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং তোপসের চরিত্রে থাকবেন কল্পন মিত্র। নেপালের বুকে কাঠমান্ডুতে রহস্য ভেদ করবেন ফেলুদা, হয়ে যাবে সব রহস্য ফাঁস।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
অনেকেই জানেন, আজ থেকে কয়েক বছর আগেই তৈরি হয়েছিল যত কান্ড কাঠমান্ডুতে। কিন্তু নানান জটিলতার কারণে ছয় বছর আগে তৈরি হয়েও এই সিরিজটি এতদিন মুক্তির আলো দেখেনি। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে এবার মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।
২০২০ সালে আড্ডা টাইমস ডিজিটাল প্লাটফর্মে ‘ফেলুদা ফেরত’ সিরিজের হাত ধরে সৃজিতের ফেলুদার যাত্রা শুরু হয়েছিল। এরপর ফেলুদার গোয়েন্দাগিরি, ভূস্বর্গ রহস্য, ছিন্নমস্তার অভিশাপ মুক্তি পায় একে একে। কিন্তু নানান জটিলতার কারণে মুক্তি পায়নি শুধুমাত্র এই সিরিজটি।
তবে এবার সমস্ত জটিলতা কাটিয়ে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আড্ডা টাইমসে মুক্তি পেতে চলেছে ‘যত কান্ড কাঠমান্ডুতে’। শুক্রবার সিরিজ মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করেন পরিচালক নিজেই। যদিও ভিডিয়োয় দেখা যায় টোটো, অনির্বাণ এবং কল্পনকেও।
ভিডিয়োয় সৃজিতকে বলতে শোনা যায়, ‘বহু রহস্যের জট তৈরি হল, বহু রহস্যের জট আবার খুলেও গেল। এবার পুজোয় রহস্য ভেদ হবে কাঠমান্ডুতে। আমার শেষ ফেলুদা সিরিজ আসছে আড্ডা টাইমসে।’
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
সত্যজিৎ রায়ের ফেলুদা চিরকালই আপামর বাঙালির পছন্দের একটি চরিত্র। সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করি সৌমিত্র চট্টোপাধ্যায়, ফেলুদাকে বারবার পর্দায় ফুটিয়ে তুলেছেন একাধিক অভিনেতা। সেই তালিকায় রয়েছেন টোটাও। ফেলুদার এই নতুন রহস্য উন্মোচন গল্প কতটা মনে ধরে দর্শকদের সেটাই এখন দেখার।