আপাতত দেশু জ্বরে বাংলা। যার কারণ হল, ১০ বছরেরও বেশি সময় পর সিনেমা হলে মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রীর সিনেমা। ধূমকেতু ফাটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। তবে দর্শকরা যখন প্রাক্তন প্রেমিক দেব-শুভশ্রীকে নিয়ে মজে আছে, তখন ধূমকেতু ছবির নায়িকার মন কিন্তু আটকে আছে সেই পরিবারেই।
একটি মিষ্টি ভিডিয়ো ভাইরাল ইনস্টাগ্রামে। যেখানে দেখা গেল, শুভশ্রী কার, তা নিয়ে তর্কাতর্কি চলছে রাজ আর ইউভানের। রাজ বলছেন, ‘আমার মাম্মা’! আর বাবার এই কথার সঙ্গে একেবারেই সহমত নয় ইউভান। মা-কে কারও সঙ্গে ভাগ করতে, স্বাভাবিকভাবেই রাজি নয় সে। বাবাকে থামিয়ে বলে ওঠে, ‘না আমার মাম্মা’। রাজ বোঝানোর চেষ্টা করেন ছেলেকে, ‘তোমার মা, আমার মাম্মা (শুভশ্রীকে প্রায়ই মাম্মা বলে ডাকতে দেখা যায় রাজকে)!’ তবে বাবার কথায় কর্ণপাত করতে রাজি নয় ইউভান একাবেরই।
এক পর্যায়ে হার মানে রাজ বলে ওঠেন, ‘ঠিক আছে, আমার লাভ…’! এতে ইউভানের জবাব, ‘আমারও লাভ’। এরপর রাজ বলেন, ‘আমার বউ’। তাতে ইউভানের পালটা জবাব, ‘আমারও বউ’। এরপর আর হাসি থামাতে পারেননি শুভশ্রী। ছেলের জবাবে কথা বন্ধ রাজেরও। দেখুন সেই মিষ্টি ভিডিয়োটা-
২০১৮ সালে বিয়ে করেন শুভশ্রী ও রাজ। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে দম্পতির কোলে আসে তাঁদের প্রথম সন্তান ইউভান। এরপর ২০২৩ সালে আরও এক সন্তানের জন্ম দেন শুভশ্রী আর রাজ, জন্ম হয় ইয়ালিনির। সফল অভিনয় কেরিয়ারের পাশাপাশি, মাতৃত্বরে সমস্ত দায়িত্বও সফলভাবে পালন করে চলেছেন শুভশ্রী। কাজের বাইরে ফাঁকা পেলেই, দুই সন্তান নিয়ে চলে যান ঘুরতে। এমনকী, ছেলে-মেয়েকে স্কুল দেওয়ানেওয়াও করে থাকেন শ্যুট না থাকলে।