দুর্গাপুজোয় শহরের বড় বড় মণ্ডপে ঘুরে বেড়ানোর সুযোগ এ বার আর সরকারি বাসে মিলবে না। কর্মী সংকট এবং প্রশাসনিক জটিলতার কারণে বাতিল করা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) বিশেষ পুজো প্যাকেজ ট্যুর। ফলে হতাশ শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের আশপাশের এলাকার বাসিন্দারা। বিশেষ করে যারা প্রতি বছর সরকারি বাসে ভরসা করে পুজো ভ্রমণে বেরোতেন তাঁরা হতাশ।
আরও পড়ুন: পুজোর আগে চকচকে ত্বক পেতে ব্যবহার করুন গোলাপের পাপড়ি দিয়ে তৈরি ফেসপ্যাক!
নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, শুধু কর্মী ঘাটতি নয়, ডিভিশনাল ম্যানেজারের পদ শূন্য হয়ে যাওয়ায় পুরো আয়োজন এ বার স্থগিত রাখতে হচ্ছে। গত বছর থেকেই শিলিগুড়িতে এই বিশেষ পরিষেবা জনপ্রিয় হয়ে উঠেছিল। ২০২৩ সালে প্রথম চালু হওয়া প্যাকেজ ট্যুরে মাত্র ৩৫০ টাকায় শহরের উল্লেখযোগ্য বড় বাজেটের পুজো মণ্ডপগুলি ঘোরার সুযোগ মিলত। সঙ্গে থাকত ডিনারেরও আয়োজন। চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির থেকে শুরু করে সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং, সুব্রত সংঘ, সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথখোলা এক টিকিটেই দর্শনার্থীরা ঘুরে দেখতে পারতেন একাধিক প্রতিযোগিতামূলক পুজো। কিন্তু, এ বার পরিস্থিতি অন্য রকম। জানা গিয়েছে, নিগমের শিলিগুড়ি ডিভিশনের দায়িত্বে থাকা শ্যামলকুমার সরকার রবিবারই অবসরে যাচ্ছেন। নতুন আধিকারিক কবে আসবেন, তা এখনই নিশ্চিত নয়। ফলে এত কম সময়ে প্যাকেজ আয়োজন, পুলিশের অনুমোদন, টিকিট বিক্রি, ভ্রমণের দিন চা-খাবারের ব্যবস্থা সব কিছু সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তার ওপর অতিরিক্ত কর্মীর অভাব প্রকল্পটিকে আরও জটিল করেছে।
শুধু পুজো পরিক্রমাই নয়, প্রতিবছর উৎসবের মরশুমে ‘সবুজের পথে হাতছানি’ নামে পর্যটন প্রকল্পও চালাত উত্তরবঙ্গ পরিবহণ নিগম। পাহাড়, নদী, বনভূমি উত্তরবঙ্গের প্রকৃতির সৌন্দর্য সরকারি বাসে ঘুরে দেখার সুযোগ পেতেন পর্যটকেরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে সেই বাস যেত বিভিন্ন দর্শনীয় স্থানে। কিন্তু এ বছর কর্মী সংকটের কারণে সেই প্রকল্পও বাতিল করা হয়েছে। নিগমের এক আধিকারিক বলেন, এই সব প্যাকেজ ট্যুর না হলে আয়ের একটা বড় উৎস বন্ধ হয়ে যাবে। কিন্তু কোনও রকমে দায়সারা ভাবে করলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই এ বছর পিছিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।