ফের দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মধ্যে মনমালিন্য। তবে পর্দায় এখনও 'দেশু' ম্যাজিক অব্যহত। ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। শুক্রবার ছবি মুক্তির ১৫ দিন পর এখনও পর্যন্ত বক্স অফিসে ‘ধূমকেতু’ মোট কত আয় করল? তা দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন দেব।
বাংলার বক্স অফিস জুড়ে 'ধূমকেতু' ঝড়। বাংলার সিনে-প্রেমিরা চুটিয়ে উপভোগ করছেন দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। এই ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। চারদিনে প্রায় ১০ কোটির বেশি টাকা ঘরে তোলে 'দেশু' জুটির এই ছবি। আর এবার প্রকাশ্যে এল 'ধূমকেতু'র দু'সপ্তাহের বক্স অফিস কালেকশন।
শুক্রবার দেব তাঁর পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে নেন। সেখানে তিনি জানান 'ধূমকেতু' ১৫ দিনে মোট ২১.৩৬ কোটি টাকা ঘরে তুলেছে। তিনি আয়ের অঙ্ক শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘অপ্রতিরোধ্য। অতুলনীয়। অবিশ্বাস্য। #ধুমকেতু বক্স অফিসে মাত্র ২ সপ্তাহে ২১.৩৬ কোটি টাকা আয় করেছে। বাংলা সিনেমার জন্য একটা নতুন রেকর্ড ভাঙার সাফল্য!’ দেশুর পাশাপাশি যোগ করেছেন নতুন হ্যাশট্যাগ ‘দেরু (দেব ও রুদ্রনীল)।’
আরও পড়ুন: '২০২৫-এ দাঁড়িয়ে এরকম অসম্মান সূচক মন্তব্য…'! দেবের 'দুই বাচ্চার মা…' মন্তব্যের পাল্টা জবাব শুভশ্রীর
গত ২২ অগস্ট বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও 'ধূমকেতু' মুক্তি পেয়েছে। তবে জাতীয় স্তরে এই ছবি কত আয় করেছে তা আলাদা করে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়নি। দেবও সেই বিষয়ে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আনেননি।
প্রসঙ্গত, ১০ বছর বড় পর্দায় একসঙ্গে দেখেনি অনুরাগীরা। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়, একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ। দর্শকদের মুখে হাসি ফোটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন। এখন হলে হলে দেব-শুভশ্রীর নস্টালজিয়ায় ভাসছেন বাংলার সিনে-প্রেমিরা।