অভয়ার বাবার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছেন আগেই। আইনজীবী মারফত চিঠিও পাঠিয়েছেন। এবার সরাসরি আইনি পথে হাঁটলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। ইতিমধ্যেই কলকাতার ব্যাঙ্কশাল আদালতের ১৫তম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে নোটিস জারি হয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় অভিযুক্তকে বা তাঁর আইনজীবীকে আদালতে হাজির থাকতে হবে। কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেল পোস্টে একথা জানিয়েছেন।
আরও পড়ুন: আরজি কর মামলায় নয়া মোড়, সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কিন্তু কেন?
কিছুদিন আগে, গত ৯ অগস্ট বিজেপির নেতৃত্বাধীন নবান্ন অভিযানের ব্যর্থতা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে অভয়ার বাবা বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে সব মিটমাট করেছেন। এই বক্তব্যকেই মানহানিকর বলে দাবি করেন কুণাল ঘোষ। এর পরেই কুণাল ঘোষের পক্ষ থেকে তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী অভয়ার বাবাকে আইনি নোটিস পাঠান। সেই নোটিসে স্পষ্ট জানানো হয়েছিল, চারদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষমা না চাওয়ায় এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন কুণাল।
শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ নিজেই লেখেন, অভয়ার বাবার মিথ্যা ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে মামলা দায়ের করেছেন। আদালত থেকে ইতিমধ্যেই নোটিস ইস্যু হয়েছে। রাজনৈতিক মহলে এই মামলা ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারণ, রাজ্যের শাসক দলের গুরুত্বপূর্ণ মুখ কুণাল ঘোষকে সরাসরি অভিযুক্ত করে যেভাবে অভয়ার বাবা বিস্ফোরক মন্তব্য করেছিলেন, তা রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি করেছিল। এবার সেই বিতর্ক নতুন মাত্রা পেল আদালতের লড়াইয়ের মাধ্যমে।