ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বড়সর পরিবর্তনের ইঙ্গিত। বিসিসিআই-র প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন রজার বিনি। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাজীব শুক্লা।বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দৈনিক জাগরনের প্রকাশিত একটি রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে। বুধবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়েই এমন সিদ্ধান্ত হয়েছে বলে দাবি দৈনিক জাগরনের।
রিপোর্ট বলছে, গত বুধবার ড্রিম ১- এর সঙ্গে চুক্তি বাতিল এবং পরবর্তী স্পনসর নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়েছিল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। ড্রিম ইলেভেন সরে যাওয়ার পর বোর্ড এখন নতুন স্পনসরের খোঁজে রয়েছে। একাধিক সংস্থা আগ্রহ প্রকাশ করলেও এখনও বোর্ড কাউকে বাছেনি। বোর্ড চাইছে আগামী আড়াই বছরের জন্য কোনও সংস্থাকে স্পনসর করতে। যেহেতু সামনেই এশিয়া কাপ রয়েছে তাই তার আগে দ্রুততার সঙ্গে নতুন সংস্থাকে খুঁজছে বোর্ড।স্পনসর নিয়ে বৈঠকেই ওঠে রজার বিনির বয়সের প্রসঙ্গ। এরপরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।এরপরেই রাজীব শুক্লা বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছর বয়সের পর কোনও কর্মকর্তাই বিসিসিআই-এর পদে বহাল থাকতে পারেন না। এদিকে, রজার বিনির বয়স ৭০ ছাড়িয়েছে। এমতাবস্থায়, তাঁকে সরিয়ে আগামী কয়েক মাসের জন্য রাজীব শুক্লাকেই বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
বিসিসিআইয়ের কার্যপ্রণালী চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি লোধা কমিটির সংবিধান অনুযায়ী। সম্প্রতি সংসদে জাতীয় ক্রীড়া প্রশাসন আইন পাশ হলেও সেটি কার্যকর হতে আরও চার–পাঁচ মাস লাগবে। ফলে সেপ্টেম্বরে নির্ধারিত বার্ষিক সাধারণ সভা ও বোর্ড নির্বাচন এখনকার নিয়মেই হবে।লোধা কমিটির সুপারিশ মতে, কোনও বোর্ড পদাধিকারীর বয়সসীমা ৭০ বছর। কিন্তু নতুন আইনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থার গঠনতন্ত্র যদি অনুমতি দেয়, তবে ৭০ থেকে ৭৫ বছর বয়সীরাও ভোটে লড়তে পারবেন। তবে একসঙ্গে ছয় বছর বা মোট নয় বছর দায়িত্বে থাকলে পদ ছাড়তেই হবে। ‘দৈনিক জাগরণে’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি বোর্ড প্রেসিডেন্ট রজার বিনিকে সরে দাঁড়াতে হয়, তবে সব রাজ্য সংস্থাকেও একই নিয়ম মেনে চলতে হবে।’
উল্লেখ্য, ১৯৮৩ সালে ওডিআই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রজার বিনি। ২০২২ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বিকল্প হিসেবে বোর্ডের সভাপতি হন তিনি। বলা ভাল, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলি। এরপর তৃতীয় প্রাক্তন ক্রিকেটার হিসেবে বিসিসিআই- এর দায়িত্ব কাঁধে তুলে নেন বিনি। তবে এবার সেই পদ ছাড়তে হল তাঁকে। আপাতত যা খবর, আইনি কার্যক্রম মিটিয়ে নতুন সভাপতি বেছে নেওয়ার আগে পর্যন্ত শুক্লার নামের পাশেই থাকবে বিসিসিআই প্রেসিডেন্টের তকমা।