শহর কলকাতা জুড়ে যেন থাকে বহু কষ্ট, যন্ত্রণা, প্রেম, ব্যথা। সারাদিনের ব্যস্ততার ভিড়ে এই যন্ত্রণাগুলো যেন কোথাও কুড়ে কুড়ে খায়। কত অজানা ভালোবাসা হারিয়ে গিয়েছে স্মৃতির পাতায়, এই সবকিছুকেই এবার ছবির পর্দায় আনতে চলেছেন পরিচালক মৈনাক ভৌমিক।
খুব শীঘ্রই আসতে চলেছে ‘মেড ইন কলকাতা’। স্টুডিও ব্লটিং পেপার্স এর প্রযোজনায় তৈরি হবে এই ছবিটি। মুখ্য চরিত্রে এক বা দুজন নয়, দেখা যাবে একঝাঁক তারকাকে। এই বছরেই বাৎসরিক ছবিটি পরিচালনা করেছিলেন মৈনাক, এবার একেবারে অন্যরকম একটি ছবি পরিচালনা করতে চলেছেন তিনি।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
মৈনাকের ছবিতে অভিনয় করবেন সৌম্য মুখোপাধ্যায়, অঙ্গনা রায়, ঐশ্বর্য সেন, অনিন্দ্য সেনগুপ্ত, মেঘা চৌধুরী, শ্রীমা ভট্টাচার্য, শিঞ্জিনি চৌধুরী, এনাক্ষী গঙ্গোপাধ্যায়, অপ্রতিন চট্টোপাধ্যায় এবং নন্দিনী চট্টোপাধ্যায়।
গত শুক্রবার অর্থাৎ ২৯ অগস্ট সম্পন্ন হয়েছে ছবি শুভ মহরত। আগামী সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। সারা কলকাতার অলিতে গলিতে চলবে এই ছবির শ্যুটিং। তবে ছবিটি তৈরি হলেও এই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে নাকি ডিজিটাল প্লাটফর্মে, সেটা এখনো ঠিক করেননি মৈনাক।
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
প্রসঙ্গত, চলতি বছরে মৈনাক ভৌমিকের পরিচালনায় মুক্তি পেয়েছিল বাৎসরিক, যেখানে অভিনয় করেছিলেন শতাব্দী রায় এবংঋতাভরী চক্রবর্তী। এই সিনেমার হাত ধরেই বহু বছর পর আবার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছিলেন শতাব্দী।
আদ্যপ্রান্ত ভুতের এই সিনেমাটি ভীষণ ভালো লেগেছিল সকলের। একেবারে অন্য ধাঁচের এই ছবিটি দর্শকদের নজর কেড়েছিল। এবার মানুষের নস্টালজিয়াকে ছবির পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন মৈনাক।
উল্লেখ্য, নস্টালজিয়া বললেই সবার আগে মনে পড়ে যায় ছোটবেলার কথা। কারও কাছে আবার নস্টালজিয়া মানেই হারিয়ে যাওয়া প্রেম, কারও কাছে আবার দুর্গাপুজো। কেউ সুগন্ধি শিশিতে খুঁজে পাই নস্টালজিয়া, কেউ আবার পুরনো বইয়ের পাতায়। সব মিলিয়ে এবার এই নস্টালজিয়াকেই সুন্দর করে ফ্রেমবন্দি করতে চলেছেন পরিচালক।