আগামী মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আর কিছুদিনের মধ্যেই দুবাই পৌঁছে যাবে ভারতীয় দল। প্রায় শেষ মুহূর্তে এসে এশিয়া কাপের সময়সূচিতে বড় বদল আনা হল। পিছিয়ে গেল ম্যাচ শুরু হওয়ার সময়। সব মিলিয়ে এবারের এশিয়া কাপে ১৯টি ম্যাচ হওয়ার কথা। তার মধ্যে ১৮ টি ম্যাচের সময়ই পিছিয়ে দেওয়া হল। ফাইনাল এবং গ্রুপ পর্বের ভারত-পাক ম্যাচের সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।
কেন এই পরিবর্তন?
শেষ মুহূর্তে এসে কেন এশিয়া কাপের সময় বদল করা হল? কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বর মাসের ঠাটাপোড়া রোদের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ সেপ্টেম্বরের ওই সময় দুবাইয়ের তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সন্ধেবেলাতেও বেশ কিছুক্ষণ এমন তাপমাত্রা থাকতে পারে বলে দাবি। সেক্ষেত্রে প্রবল গরমে খেলা চললে অসুস্থ হয়ে পড়তে পারে ক্রিকেটাররা। মূলত অংশগ্রহণকারী দেশগুলিই আয়োজকদের অনুরোধ করেছিল সময় কিছুটা পিছিয়ে দেওয়ার। সম্প্রচারকারীরাও ওই বিষয়ে রাজি হয়ে সায় দেন। এর জেরেই সময়সূচি পিছোল ৩০ মিনিট করে।
আরও পড়ুন - মহারাজের শহরে বড় দায়িত্বে দ্রাবিড়? রাজস্থান ছাড়তেই শুরু জল্পনা!
এশিয়া কাপের ম্যাচ শুরু হবে কখন?
নতুন সময়: ম্যাচগুলো এখন থেকে দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট (ভারতীয় সময় রাত ৮টা) থেকে শুরু হবে। আগে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। আধঘণ্টা করে সময় পিছনোয় নতুন সময় সন্ধে আটটা।
আরও পড়ুন - এশিয়া কাপ নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-র! ৫ খেলোয়াড় যাচ্ছেন না দুবাইয়ে, কেন?
সময় পাল্টাচ্ছে না যে ম্যাচের
তবে ১৯টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ শুধু ব্যতিক্রম। ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাশাহি বনাম ওমানের ম্যাচ। এই ম্যাচের সময় বদল হবে না। আগের নির্ধারিত সময় অনুযায়ীই অর্থাৎ সাড়ে সাতটায় শুরু হবে খেলা।