একের পর এক নায়িকারা এবার ফিরতে চলেছেন ছোট পর্দায়। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ বা বড় পর্দায় অভিনয় করার স্বপ্ন থাকে প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর, তবে এবার হচ্ছে উল্টোপুরাণ। বড় পর্দার নায়িকারা এবার একে একে ফিরতে চলেছেন ছোটপর্দায়।
সন্দীপ্তা, রণিতা দাসের পর এবার মধুমিতা সরকারকে দেখতে পাওয়া যাবে ছোট পর্দায়। স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মধুমিতা। এরপর ‘কুসুম দোলা’ সিরিয়ালে ঋষি কৌশিকের বিপরীতে অভিনয় করেন তিনি।
আরও পড়ুন: আয়ার হাতে নির্যাতিত কৃষভি, মায়েদের উদ্দেশ্যে বিশেষ বার্তা কাঞ্চন-শ্রীময়ীর
আরও পড়ুন: নতুন রূপে আত্মপ্রকাশ ঋতুপর্ণার, ফরাসি ভাষায় প্রকাশিত হবে তাঁর প্রথম কবিতার বই
যে স্টার জলসার হাত ধরে প্রথম জনপ্রিয় হয়েছিলেন মধুমিতা, সেই স্টার জলসাতেই আবার ফিরে এলেন তিনি। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।
ইতিমধ্যেই ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজন র ্যাপারের চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। কুল এবং টমবয় লুকে মধুমিতাকে একেবারে অন্যরকম দেখতে লাগছে। ঝলক দেখে মনে হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মেয়ের গায়িকা হওয়ার স্বপ্নকেই হয়তো তুলে ধরা হবে ধারাবাহিকের গল্পে।
তবে ধারাবাহিকের প্রথম ঝলক দেখে খুব একটা খুশি নন দর্শকরা। কেউ কেউ লিখেছেন, ‘নাম ভালো লাগলো না। নাম এটা দেবেন না। লুক চেঞ্জ করুন। ছাপরি লুক এটা। ভালো লাগছে না।’ অন্য একজন লিখেছেন, ‘মধুমিতার লুক তো পুরো ভাগাড়ের মাল।’
আরও পড়ুন: নাম না করেই শ্বেতাকে তুলোধোনা মৌমিতার, সমাজমাধ্যমে কোন সত্যি তুলে ধরলেন তিনি?
আরও পড়ুন: এবার পুজোয় ফেলুদার সঙ্গে পাড়ি দিন কাঠমান্ডু, কোন ওটিটি-তে মুক্তি পাবে সিরিজটি?
তবে কটাক্ষ যতই ধেয়ে আসুক না কেন, ধারাবাহিকের গল্প দর্শকদের কতটা পছন্দ হবে তা আগামী দিনেই বোঝা যাবে। তবে ধারাবাহিকের সম্প্রচারের তারিখ বা সময় কোনওটাই এখনও প্রকাশ্যে আসেনি তাই বোঝা যাচ্ছে না এই সিরিয়ালের আগমনে কোন ধারাবাহিকের কপাল পুড়লো।
প্রসঙ্গত, ২০১৫ সালের মাত্র ২০ বছর বয়সে, সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা সরকার। বিয়ের কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান তাঁরা। তবে সম্প্রতি দেবমাল্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। খুব শীঘ্রই ছোটবেলার এই বন্ধুর সঙ্গে সারা জীবনের পথ চলা শুরু করবেন তিনি।