হাত কাটা পোশাক একেবারেই পছন্দ করেন না অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এমনকি কাজের প্রয়োজনেও তিনি কখনও এমন পোশাক পরবেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। শ্বেতার এই মন্তব্যের বিরোধিতা করতে শোনা গিয়েছে একাধিক অভিনেত্রীকে।
সম্প্রতি শ্বেতার নাম না করেই সমাজ মাধ্যমের পাতায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন, হাত কাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। তাহলে তো আমার শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।’ স্বস্তিকা মুখোপাধ্যায়ের পর এবার শ্বেতাকে এক হাত নিলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
শ্বেতার নাম না করেই মৌমিতা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। মৌমিতা লেখেন, ‘সময়টা তখন ২০১৮। কনক কাঁকন সিরিয়ালের সেট। প্রায় ২০০ জনের সামনে সেই সিরিয়ালের মিষ্টি মুখের দুই নায়িকার মধ্যে এক নায়িকা অভিনেত্রী আমাকে প্রকাশ্যে অপমান করলেন।’
মৌমিতা লেখেন, ‘আমি নাকি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, আমার নাকি কথার জড়তা ভাঙ্গেনি। আমি নাকি ভীষণ কুৎসিত এবং অসুস্থ। তাও আমি কি করে অভিনয়ের সুযোগ পাই। একমাত্র দীপঙ্কর দে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। প্রতিবাদ করেছিলেন। আমি বুঝেছিলাম জাত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন মহৎ মানুষ।’
সমস্ত ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী লেখেন, ‘কিন্তু অপমান থামেনি। ফ্লোর থেকে বেরোতেই প্রডিউসারের কাছে আরও বড় তীব্র আঘাত পেলাম। ওঁর বক্তব্য অনুযায়ী, সেই নায়িকা নাকি বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আমার থেকে বয়সে, অভিজ্ঞতায় অনেক সিনিয়র, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এতটাই ভেঙে পড়েছিলাম যে জ্ঞান হারিয়েছিলাম।’
মৌমিতা লেখেন, ‘পরে জানতে পেরেছিলাম সেই অভিনেত্রী নাকি ঠিক করেন সিরিয়ালে কারা কারা কাজ করবেন। অসংখ্য মানুষকে একই ভাবে ভেঙে দিয়েছিলেন তিনি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, খেতে না পেলেও, মরে গেলেও, সম্মান বিসর্জন দিয়ে ইন্ডাস্ট্রিতে বাঁচবো না।’
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
সবশেষে অভিনেত্রী বলেন, ‘আজ আমার নতুন করে পাওয়ার কিছু নেই আর হারাবার কিছু নেই। তাই সত্যিটা বলছি। আজ যাকে দর্শক অন্ধ ভালবাসা দেন, তাঁর মুখোশ যদি খুলে যায়, আমি নিশ্চিত যে একজনও আর সেই মানুষটির প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা দেখাবেন না।’
প্রসঙ্গত, ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র একসময় দাপিয়ে বেরিয়েছেন মৌমিতা চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেছিলেন ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও।
উল্লেখ্য,' কনক কাঁকন' ধারাবাহিক শুরু হয়েছিল ২০১৯ সালে কালার্স বাংলা চ্যানেলে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য। দুই অনাথ বোনের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিক যারা বাবার স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করে। এই সিরিয়ালটি প্রায় ২৫০ পর্ব চলেছিল।