অবশেষে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি'-র ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু হতে চলেছে। শুক্রবার সন্ধ্যায় কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেটা মেনেই সরকারি অনুদানপ্রাপ্ত ও সরকার-পোষিত জুনিয়র হাইস্কুল, মাধ্যমিক স্কুল এবং উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষাকর্মীদের (গ্রুপ সি এবং গ্রুপ ডি) নিয়োগ করা হবে। সেজন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। আর আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। তবে কবে পরীক্ষা হবে, সেই বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।
মোট শূন্যপদের সংখ্যা
১) গ্রুপ ‘সি’: ২,৯৮৯
২) গ্রুপ ‘ডি’: ৫,৪৮৮
৩) মোট শূন্যপদ: ৮,৪৭৭
গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের গুরুত্বপূর্ণ নির্ঘণ্ট
১) আবেদন শুরুর সময়: ১৬ সেপ্টেম্বর, বিকেল ৫ টা।
২) আবেদন চলবে: ৩১ অক্টোবর, বিকেল ৫ টা পর্যন্ত।
৩) অনলাইনে টাকা জমা দেওয়ার সময়: ৩১ অক্টোবর, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
৪) বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ: ৩১ অগস্ট।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল চাকরিপ্রার্থীদের
এখনও পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ বা বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও কিছুটা স্বস্তি পেলেন চাকরিপ্রার্থীরা। কারণ ২০১৬ সালের এসএসসি নিয়োগ মামলায় শিক্ষকদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি পদের পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।
সেইমতো নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। চলেছে আবেদন প্রক্রিয়া। দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড। ঠিক হয়ে গিয়েছে পরীক্ষার দিনক্ষণ। আগামী ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে। কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হচ্ছিল না এতদিন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল আজ।
বড় চ্যালেঞ্জের মুখে SSC
তারইমধ্যে সেপ্টেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কমিশনকে। কারণ ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা আছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় যেন একজনও দাগি অযোগ্য প্রার্থী না বসতে পারেন।