গত ৪ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনুরাগ বসু পরিচালিত ছবি ‘মেট্রো ইন দিনো’। ছবিটি নস্টালজিক করে তুলেছিল ৯০ দশকের আপামর জনগণকে। তবে আপনি যদি বড় পর্দায় এই ছবিটি মিস করে থাকেন তাহলে চিন্তা করবেন না। এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে মেট্রো ইন দিনো।
শুক্রবার অর্থাৎ ২৯ অগস্ট থেকে নেটফ্লিক্সের পর্দায় আপনি দেখতে পাবেন এই ছবিটি। অনুরাগ বসু পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, নীনা গুপ্তা, অনুপম খের, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী এবং আলি ফজল।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
নেটফ্লিক্সের তরফ থেকে ছবির একটি পোস্টার শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা, এই মেট্রো এখন প্লাটফর্মে পৌঁছেছে, তাদের প্রেমের গল্প এখন তোমার। মেট্রো দেখুন... নেটফ্লিক্স-এর পর্দায়।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাইফ ইন মেট্রো’ ছবির তৃতীয় ভাগ এটি। যদিও সম্পূর্ণ তৃতীয় ভাগ বললে হয়তো ভুল বলা হবে। এই সিনেমায় তিন প্রজন্মের প্রেমের গল্প দেখানো হয়েছে। তবে কঙ্গনা সেন শর্মা ছাড়া বাকি সকলে তৃতীয় পর্বে অভিনয় করেছেন। দ্বিতীয় পর্বটি হল ‘লুডো’, সেটিও বক্স অফিসে ভীষণ সাফল্য অর্জন করেছিল।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
সিনেমাটি মুক্তির সময় কঙ্কনা এবং অনুরাগ বারবার স্মরণ করেছেন প্রয়াত অভিনেতা ইরফান খান এবং কে কে- কে। পরিচালক জানিয়েছিলেন, দ্বিতীয় পর্বের কথা প্রথম বলেছিলেন ইরফান খান। আলোচনা হয়েছিল কিন্তু তারপর মৃত্যু সব কিছু উলটপালট করে দেয়। খুব স্বাভাবিকভাবেই তাই দ্বিতীয় পর্ব মুক্তির সময় বারবার মনে পড়ে যায় পুরনো বন্ধুর কথা। বারবার চোখ ভিজে যায়।
তবে এই সিনেমায় আবার মানুষকে আবেগপ্রবণ করে তুলেছিলেন প্রীতম। প্রীতমের সেই সঙ্গীত বারবার মানুষকে পুরনো দিনে নিয়ে গিয়েছিল, সেই ম্যাজিক আবার ফিরে আসতে চলেছে আপনার মুঠোফোনে।