কংগ্রেসের দফতরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিহারের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মা-কে নিয়ে অশ্রাব্য মন্তব্যের প্রতিবাদের আঁচ এসে পড়ল কলকাতায়। শুক্রবার দুপুরে হঠাৎই উত্তেজনা ছড়ায় বিধানভবনে অবস্থিত প্রদেশ কংগ্রেস দফতরে। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে দলীয় পতাকা হাতে একদল কর্মী দফতরের বাইরে ভাঙচুর চালায়। কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়া হয়, ছিঁড়ে ফেলা হয় রাহুল গান্ধীর ছবি-সহ একাধিক পোস্টার।
আরও পড়ুন: ‘ঘৃণার রাজনীতি!’ প্রধানমন্ত্রীর মা'কে কুকথা, BJP-কংগ্রেস ধুন্ধুমার, নিন্দায় শাহ
কংগ্রেস অফিসের দেওয়ালে কালি ছিটানো হয় বলেও অভিযোগ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় থানায় ইতিমধ্যেই রাকেশ সিং ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে প্রদেশ কংগ্রেস। ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য বিজেপি সভাপতিকে উদ্দেশ করে খোলা চিঠি পাঠান। সেখানে তাঁর তীব্র বক্তব্য, প্রদেশ কংগ্রেসের দফতর যখন তালাবন্ধ ছিল, তখন তাঁর দলের সমাজবিরোধীরা চোরাগোপ্তা হামলা চালিয়েছে। এই কাপুরুষোচিত ভাঙচুরের জন্য বিজেপির দায় এড়ানোর সুযোগ নেই। রাকেশ সিংয়ের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে কংগ্রেস কর্মীদের ক্ষোভ বিস্ফোরিত হবে। বিজেপিকে তা ভাবতে হবে।
একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকারও। তাঁর বক্তব্য, নেতৃত্ব উপস্থিত না থাকার সুযোগ নিয়ে অতর্কিতে এসেছে। সাহস থাকলে খোলা ময়দানে আসুক। এবার যদি সামনে আসে, ফেরার পথ পাবে না।প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষ এখন রাজ্য রাজনীতির অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। যদিও বিজেপি নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে ঘটনাকে কেন্দ্র করে শাসক, বিরোধী দলের মধ্যে আলোড়ন পড়ে গিয়েছে।