বাবা-মা'র দেখানো পথে হেঁটেই বলিউডে কেরিয়ার গড়েছিলেন এষা দেওল। তবে হেমা-ধর্মেন্দ্র কন্যা কাঙ্খিত সাফল্য পাননি। বলিউডের অরিজিন্যাল ‘ধুম গার্ল’-এর কেরিয়ারে ফ্লপের সংখ্যাই বেশি। এরপর বিয়ে করে ঘোর সংসারী হয়েছিলেন এষা। তবে সেই সম্পর্কের পরিণতিও শূন্য।
গত বছর ভারত তখতানির সঙ্গে ডিভোর্স হয়ে যায় এষার। ইতি পড়ে ১১ বছরের দাম্পত্যে। দুই সন্তান নিয়ে এখন একা নায়িকা। ওদিকে নতুন সম্পর্কে জড়ালেন ভরত। উদ্যোক্তা মেঘনা লাখানির সাথে তাঁর সম্পর্কের কথা এবার রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন এষার প্রাক্তন স্বামী। সম্প্রতি ইনস্টাগ্রামে ভরত ও মেঘনা একসঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন।
এষা দেওলের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যেই নতুন সম্পর্কের কথা খুল্লমখুল্লা জানিয়ে দিলেন ভারত তখতানি। স্পেনের মাদ্রিদে ওরিজেন দে লাস ক্যারেটেরাস রেডিয়ালেস নামের একটি ফলকের পাশে বসে একটি ছবি শেয়ার করেছেন মেঘনা। ছবিতে দু'জনেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। এটি শেয়ার করে মেঘনা লিখেছেন, ‘যাত্রা এখান থেকেই শুরু’, ছবিতে তিনি ভারতকেও ট্যাগ করেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে ভরত একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি এবং মেঘনা রাস্তায় দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। ভরত তাঁকে বাহুডোরে আগলে রেখেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার পরিবারে স্বাগতম’, ছবিতে মেঘনাকে ট্যাগ করেছেন এষার প্রাক্তন এবং হ্যাশট্যাগটিও ব্যবহার করেছেন - এটি অফিসিয়াল। ইনস্টাগ্রামে মেঘনার ফলোয়ারের সংখ্যা ৮১ হাজার। তার বায়োতে বলা হয়েছে যে তিনি একজন উদ্যোক্তা এবং একজন স্পিকার।

গত বছরের ফেব্রুয়ারিতে এষা ও ভরতের ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তারা তাদের ভক্তদের সাথে খবরটি ভাগ করে নেওয়ার জন্য একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছিলেন। সেখানে লেখা ছিল, ‘আমরা পারস্পরিক সম্মতিতে, বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পরিবর্তনের মধ্য দিয়ে, আমাদের দুই সন্তানের সর্বোত্তম স্বার্থ এবং কল্যাণ রক্ষায় সচেষ্ট সব। আমরা চাইব এই সময়ে আপনারা আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন’।
২০১২ সালের ২৯ জুন মুম্বাইয়ের ইসকন মন্দিরে একটি সাদামাটা বিয়ের অনুষ্ঠানে ভরতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা। ২০১৭ সালে তাঁদের মেয়ে রাধ্যার জন্ম হয়। দু-বছর পর এই প্রাক্তন দম্পতির দ্বিতীয় কন্যা মিরায়ার জন্ম হয়। ডিভোর্সের পর মায়ের সঙ্গেই থাকে দুই মেয়ে।