পুজোর আগে সব চ্যানেলই ঢালাও করে নিজেদের স্লট সাজাতে প্রস্তুত। পরপর বেশ কয়েকটি নতুন মেগার কাজও শুরু হয়েছে। যার মধ্যে অন্যতম হল আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাসের ধারাবাহিক জোয়ার ভাটা। কদিন আগেই এসেছিল এই মেগার প্রোমো। এবার স্লট ঘোষণা করল জি বাংলা।
রাত ৯টার স্লট পেল জোয়ার ভাটা। অর্থাৎ চিরসখার মুখোমুখি হবে জোয়ার ভাঁটা। চলতি সপ্তাহেই হয়ে গিয়েছে কোন গোপনে মন ভেসেছে-র শেষ শ্যুট। অর্থাৎ রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্যর জায়গা নিলেন শ্রুতি-আরাত্রিকা-বীর শর্মারা।
দুই বোনের গল্প বলবে জোয়ার ভাটা। আপন বোন হলেও, একে-অপররের থেকে দুজন একদম আলাদা। বড় বোন নিশা, অর্থাৎ শ্রুতি। আর ছোট বোন উজি, অর্থাৎ আরাত্রিকা। পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড সীমানার একটি ছোট্ট শহরের উপর গল্প। আর সেই শহরের এক কোটিপতি ব্যবসায়ী ঋষি ব্যনার্জী। এই তিনজনকে কেন্দ্র করেই এগোবে সিরিয়ালের গল্প।
নিশা বেপরোয়া, অর্থের জন্য সে খারাপ-ভালো যে কোনো কাজ করতে প্রস্তুত। উজি শান্ত, প্রাণোচ্ছ্বল একটি মেয়ে। যার ধ্যানজ্ঞান পরিবার। সরকারি চাকরি পেয়ে, পরিবারকে সুখে রাখার স্বপ্ন দেখে। এখন দেখার এই এক নায়ক, দুই নায়িকার গল্প পরবর্তীতে কোন খাদে বয়। ৮ সেপ্টেম্বর থেকে রাত ৯টায় আসবে জোয়ার ভাটা।
এর আগে আরাত্রিকাকে দেখা গিয়েছিল মিঠিঝোরা ধারাবাহিকে। সদ্যই এই মেগার কাজ শেষ করেন তিনি। মাঝে অবশ্য নিজের বড় পর্দার প্রথম ছবিতে কাজ করে ফেলেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে-তে দেখা যাবে আরাত্রিকা।
শ্রুতি অবশ্য ছোট পর্দা থেকে অনেকদিন হল দূরে। রাঙা বউ শেষ হয়েছে বছর দেড় আগে। শ্রুতিও পরপর দুটি সিনেমায় কাজ করে ফেলেছেন। দেখা গিয়েছে আমার বস সিনেমায়। শ্যুট করেছেন ভানুপ্রিয়া ভূতের হোটেল-এও। যা মুক্তি পাওয়া এখনও বাকি।