এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২৯ জন অভিযুক্তের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করেছে সিবিআই।
আরও পড়ুন: শূন্যপদ ৮৪৭৭, অবশেষে SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ শুরু হচ্ছে, কবে থেকে আবেদন?
সূত্রের খবর, ৪০ পাতার ওই চার্জশিটে পুরনো তথ্যের পাশাপাশি উঠে এসেছে নতুন প্রমাণও। উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের হাতে আসা একাধিক অডিয়ো এবং ভিডিয়ো রেকর্ডিংয়ের কথা। সম্প্রতি অভিযুক্তদের কাছ থেকে যে ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল, সেটিও এই নথিতে সংযুক্ত হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। সেই নির্দেশ মেনেই তড়িঘড়ি চূড়ান্ত চার্জশিট আদালতে জমা দিল সিবিআই।
চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার। এঁদের সবার নাম আগের চার্জশিটেও নাম থাকলেও এবার নতুন প্রমাণ জুড়ে দিয়ে অভিযোগের ভিত্তি আরও শক্তিশালী করেছে সিবিআই। উল্লেখ্য, সম্প্রতি শীর্ষ আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহা জামিন পেয়েছেন। তবে এখনও জেল থেকে মুক্তি মেলেনি পার্থর। কারণ, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপ সি পদে শূন্যপদ ২৯৮৯, আর গ্রুপ ডি পদে ৫৪৮৮ জন নিয়োগ করা হবে বলে জানিয়েছে এসএসসি। নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট দাখিল হওয়ার ফলে বিচারপ্রক্রিয়া শুরু নিয়ে নতুন গতি তৈরি হল বলে মনে করছে আইনজ্ঞ মহল।