শুক্রবার অর্থাৎ ২৯ অগস্ট মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মলহোত্রার ছবি পরম সুন্দরী। চলতি বছরে রোম্যান্টিক ঘরনার বেশ কিছু ভালো ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। তার মধ্যে অন্যতম অহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত 'সাইয়ারা'। এই ছবি এক প্রকার সারা ফেলে দিয়েছিল। প্রথম দিনেই যে পরিমাণ আয় করেছিল, প্রথম দিনে তার মাত্র এক-তৃতীয়াংশ আয় করেছে 'পরম সুন্দরী'। তবে এই ছবিটি ছাড়াও বক্স অফিসে এখন 'কুলি' ও ‘ওয়ার ২’ চলছে। এই দুটি ছবি ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের আবহে মুক্তি পেয়েছিল। দেখে নেওয়া যাক শনিবার ছবিগুলি কে কত আয় করল।
আরও পড়ুন: 'আমার তো তাহলে আর শরীরটাই নেই…', স্লিভলেস ব্লাউজ বিতর্কে নাম না করেই শ্বেতাকে জবাব স্বস্তিকার?
'কুলি'র বক্স অফিস আয়:
রজনীকান্ত অভিনীত 'কুলি' ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ। 'কুলি' ছবির বাজেট ৩৫০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এর জন্য রজনীকান্ত ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। রজনীকান্ত ছাড়াও ছবিটিতে নাগার্জুন, শ্রুতি হাসান এবং আমির খানের বিশেষ ক্যামিও রয়েছে। 'কুলি' প্রথম দিনে ৬৫ কোটি টাকা আয় করেছিল। শনিবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'কুলি' ১৭তম দিনে ২.৬৫ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২৭৫.৮৫ কোটি টাকা।
আরও পড়ুন: সাই পল্লবী কে চেনেন না শ্বেতা! স্লিভলেস ব্লাউজ বিতর্কের পাল্টা জবাব যা বললেন নায়িকা
'কুলি'-এর দিনভিত্তিক আয় দেখুন
প্রথম দিন - ৬৫ কোটি টাকা
দ্বিতীয় দিন - ৫৪.৭৫ কোটি টাকা
তৃতীয় দিন - ৩৯.৫ কোটি টাকা
চতুর্থ দিন - ৩৫.২৫ কোটি টাকা
পঞ্চম দিন - ১২ কোটি টাকা
ষষ্ঠ দিন - ৯.৫ কোটি টাকা
সপ্তম দিন - ৭.৫ কোটি টাকা
অষ্টম দিন - ৬.১৫ কোটি টাকা
নবম দিন - ৫.৮৫ কোটি টাকা
দশম দিন - ১০.৫ কোটি টাকা
১১তম দিন - ১১.৩৫ কোটি টাকা
১২তম দিন - ৩.২৫ কোটি টাকা
১৩তম দিন - ৩.৬৫ কোটি টাকা
১৪তম দিন - ৪.৮৫ কোটি টাকা
১৫তম দিন - ২.৪ কোটি টাকা
১৬ তম দিন -১.৭ কোটি টাকা
১৭তম দিন- ২.৬৫ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
মোট সংগ্রহ - ২৭৫.৮৫ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
'ওয়ার ২'র বক্স অফিস আয়:
'ওয়ার ২' ছবিতে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিয়ারা আডবানী, টাইগার শ্রফ, আশুতোষ রানার মতো অভিনেতারা। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির বাজেট ৪০০ কোটি টাকা। 'ওয়ার ২' প্রথম দিনে ৫২ কোটি টাকা আয় করেছিল। এবার, শনিবারের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'ওয়ার ২' ১৭তম দিনে ১.১০ কোটি টাকা আয় করেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ২৩৩.০০ কোটি টাকা।
ওয়ার ২'-এর দিনভিত্তিক আয় দেখুন
প্রথম দিন - ৫২ কোটি টাকা
দ্বিতীয় দিন - ৫৭.৮৫ কোটি টাকা
তৃতীয় দিন - ৩৩.২৫ কোটি টাকা
চতুর্থ দিন - ৩২.৬৫ কোটি টাকা
পঞ্চম দিন - ৮.৭৫ কোটি টাকা
ষষ্ঠ দিন - ৯ কোটি টাকা
সপ্তম দিন - ৫.৭৫ কোটি টাকা
অষ্টম দিন - ৫ কোটি টাকা
নবম দিন - ৪ কোটি টাকা
দশম দিন - ৬.৮৫ কোটি টাকা
১১তম দিন - ৭.২৫ কোটি টাকা
১২তম দিন ২.১৫ কোটি টাকা
১৩তম দিন - ২.৭৫ কোটি টাকা
১৪তম দিন - ২.৫ কোটি টাকা
১৫তম দিন - ১.৫০ কোটি টাকা
১৬ তম দিন -০.৬৫ লক্ষ টাকা
১৭তম দিন- ১.১০ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
মোট সংগ্রহ - ২৩৩.০০ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
'পরম সুন্দরী'র বক্স অফিস আয়:
সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী ছাড়াও ‘পরম সুন্দরী’ ছবিতে রয়েছেন রাজীব খান্ডেলওয়াল ও আকাশ দাহিয়া। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘পরম সুন্দরী’ প্রথম দিনে ৭.২৫ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয় দিনে ছবিটি ৯.২২ কোটি টাকা আয় করেছে।ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ১৬.৪৭ কোটি টাকা।
‘পরম সুন্দরী’-এর দিনভিত্তিক আয় দেখুন
প্রথম দিন - ৭.২৫ কোটি টাকা
দ্বিতীয় দিন - ৯.২২ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)
মোট সংগ্রহ - ১৬.৪৭ কোটি টাকা (প্রাথমিক প্রতিবেদন)