ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। একাধিক মেগার পাশাপাশি ইতিমধ্যেই বড় পর্দাতেও দেবের নায়িকা হয়ে ডেবিউ সেরেছেন। এমনকী হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি স্লিভলেস, বা স্বল্প দৈর্ঘ্যর পোশাক পড়তে সাচ্ছ্বন্দ্য নন। তাই তাঁকে একটা সময় অনেকেই বলেছিলেন তিনি নাকি ইন্ড্রাস্টিতে কাজ পাবেন না। সেই সময় নায়িকা তাঁদের বলেছিলেন, ‘আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।’ আর তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মাঝে কয়েকদিন ধরে সমাজমাধ্যমের পাতায় নায়িকার নাম না করে নানা ভাবে কটাক্ষ করেছেন ছোটপর্দার আর এক অভিনেত্রী সৌমি পাল।
আরও পড়ুন: 'ধূমকেতু' দেখতে যাবেন সৌরভ? 'দেব-শুভশ্রী দু'জনে…', দেশু জুটি প্রসঙ্গে যা বললেন দাদা
সৌমির মাঝে কয়েক দিনে বেশ কিছু পোস্ট করেন, এমনকী তিনি একটি লাইভও করেন। সৌমি এই প্রসঙ্গে তাঁর প্রথম পোস্টে লিখেছিলেন, ‘চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না মনা। তুমি দর্শককে এই সব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি এত দিন কী বেচে নায়িকা হয়েছ। যত্ত নাটক। আর মুখটা কী তোমার শরীরের বাইরের অঙ্গ?’
এবার তাঁর করা সেই মন্তব্যের পাল্টা জাবাব দিলেন নায়িকা। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা এই প্রসঙ্গে বলেন, ‘আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। ওঁর কোনও ছবিও দেখিনি। রুবেল সদ্য ছবি দেখাল ওঁর।’
আরও পড়ুন: যিশু এবার পরিচালনায়! পুজোর আগেই দর্শনা-সৌরভের সঙ্গে বড় চমক দিলেন অভিনেতা
ফের শ্বেতা তাঁর পোশাক নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ‘তবে আমি আজ নয়, বরাবর বলেছি হাতকাটা ব্লাউজ় পরব না, ছোট জামা পরব না। কারণ, ওটা আমাকে মানায় না। আমার হাতে গড়নটা এই ধরনের ব্লাউজ় পরার জন্য মাননসই নয়। আর ইন্ডাস্ট্রিতে যখন শুরু দিকে এসেছিলাম, একজন খ্যাতনামী বলেছিলেন ছোট পোশাক না পরলে কাজ মেলে না। আমি বলেছিলাম, শরীর বেচতে নয়, প্রতিভা বিক্রি করতে এসেছি।’
তবে যাঁরা এই ধরনের পোশাক পড়েন নায়িকা তাঁদের অসম্মান করতে চায়নি। তা তিনি সেদিনের সাক্ষাৎকারেও বলেছিলেন। ফের সেই কথা বললেন। তাঁর কথায়, ‘কে কী পরবে সেটা আমি কেন বলে দেব? আমি পরিবার সংসার নিয়ে থাকতে ভালবাসি। এই তো মিশমি কী সুন্দর সব পোশাক পরে! ওঁকে মানায়। আমাকে সেই ধরনের পোশাকে মানায় না, তাই পরি না। আর যাঁরা সমালোচনা করছেন তাঁদের প্রচুর সময় আমাকে নিয়ে ভাবার। আমার এত সময় নেই।’
প্রসঙ্গত, শনিবার একটি লাইভ করেন সৌমি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আমার কোনও লেখায় কারুর নাম উল্লেখ্য করে কিছু বলিনি। কিন্তু আমার লিখে দেওয়া উচিত ছিল এটার সঙ্গে কোনও স্থান, কাল, ব্যক্তির মিল পেলে সেটার দায় আমার নয়। আমি ছোটবেলায় নাচ করতাম সেখানে আমার হাত, পা, মুখ শরীর দেখা যেত। আর আমাদের অভিনয়ের ক্ষেত্রেও সৌন্দর্য্য নির্ভর করে। আমাদের সৌন্দর্য্য যত দিন আছে তার উপর ভিত্তি করে নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী নির্বাচন করা হয়। সেখানে থেকে যদি কেউ মনে করেন যে, আমি কাউকে উদ্দেশ্য করে লিখেছি এটা, তাহলে তা তাঁদের সমস্যা, আমার নয়। যদি শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতাম কিংবা মুদি দোকান চালালেও আমি বলতে পারতাম যে, আমি আমার ট্যালেন্ট বেচে খাই। কিন্তু আমাদের কাজে ট্যালেন্টের পাশাপাশি সৌন্দর্য্য ও চেহারা ম্যাটার করে।’