ছোট পর্দা থেকে বড় পর্দা, পাপিয়া সেন নিঃসন্দেহে একজন জনপ্রিয় এবং গুণী অভিনেত্রী। ২০১৮ সালে মারণ রোগে আক্রান্ত হওয়ার পর সরে আসেন অভিনয় থেকে। তবে এবার আবার নতুন উদ্যমে ফিরে এলেন কাজে। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা কনে দেখা আলো ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাপিয়া সেনকে।
এত বছর পর আবার ক্যামেরার সামনে আসতে পেরে ভীষণ খুশি সব্যসাচী চক্রবর্তীর দিদি। শেষবার অভিনয় করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে। সেই শেষ কাজ। আবার লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই ফিরে এলেন তিনি। তবে শুধু পাপিয়া সেন একা নন, অভিনেত্রীকে ফিরে পেয়ে খুশি ইন্ডাস্ট্রির বাকি সকলেও।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
প্রসঙ্গত, গত ২৫ অগস্ট থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দুই শালিক খ্যাত নন্দিনী দত্ত। অভিনয় করছেন অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। সাইনার এটি দ্বিতীয় ধারাবাহিক, তবে মুখ্য চরিত্রে এই প্রথম অভিনয় করবেন তিনি। নন্দিনী এবং সাইনা ছাড়া অভিনয় করছেন মৈনাক ঢোল এবং সোমরাজ মাইতি।
এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে, দুই নববধূ পাল্টাপাল্টি হয়ে গিয়েছে যার ফলে দুই বাড়িতে সমস্যার সৃষ্টি হয়েছে। নন্দিনী নিজের প্রেমিকের কাছে ফিরতে চাইলে সে তাকে ফিরিয়ে নিতে অস্বীকার করে, বাধ্য হয়ে আবার মহিলাদের কাছে ফিরে আসে সে।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
অন্যদিকে সাইনা শাস্তি পায় সেই ভুলের যে ভুল সে কখনও করেইনি। সম্পূর্ণ অচেনা একটি বাড়িতে এক কোনায় অপরাধীর মতো চুপ করে দাঁড়িয়ে থাকে সে। কি করবে ভেবে পায় না ‘লাজু’।
দুই নববধূর জীবনের ভাগ্যে ঠিক কী লেখা আছে, কোথায় দাঁড় করিয়ে দেবে এই দুজনের জীবন, নতুন মানুষটির সঙ্গে কি ভালোবাসা তৈরি হবে, নাকি ফিরে যেতে হবে নিজের বাড়িতে, সবটাই খোলসা হবে ধারাবাহিকের আগামী পর্বে।